Advertisement
০৪ মে ২০২৪
Satish Shah

ভারতীয় বলে হিথরো বিমানবন্দরে অপমান, রেগে আগুন অভিনেতা পর্দার সারাভাই

হিথরো বিমানবন্দরে কী ঘটল? টুইট করতে বাধ্য হলেন ‘সারাভাই ভার্সেস সারাভাই’-এর অভিনেতা সতীশ শাহ। কী লিখলেন টুইটে?

হিথরো বিমানবন্দরে হেনস্থার শিকার অভিনেতা সতীশ শাহ।

হিথরো বিমানবন্দরে হেনস্থার শিকার অভিনেতা সতীশ শাহ। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৩ ১৮:১৭
Share: Save:

বলিপাড়ার পরিচিত মুখ তিনি। ‘হম সাথ সাথ হ্যায়’, ‘হম আপকে হ্যায় কৌন’ থেকে ‘ম্যায় হুঁ না’-সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন। ছোট পর্দার জনপ্রিয় কমেডি শো ‘সারাভাই ভার্সেস সারাভাই’-এর অন্যতম প্রধান চরিত্রেও দর্শককে বিনোদন জুগিয়েছেন তিনি। কিন্তু এ বার বিদেশে গিয়ে হেনস্থা হতে হল সেই জনপ্রিয় অভিনেতাকে। লন্ডনের হিথরো বিমানবন্দরে কটূক্তির মুখোমুখি সতীশ শাহ।

বহু বছর ইন্ডাস্ট্রিতে কাজের সুবাদে অর্থনৈতিক দিক থেকে তাঁর পায়ের জমি যে বেশ শক্ত তা বলাই যায়। তাই বিদেশে আনাগোনা প্রায় লেগেই আছে৷ প্রথম শ্রেণিতেই যাতায়াত করেন৷ কিন্তু অভিনেতাকে বিমানবন্দরের প্রথম শ্রেণির সিটে বসে থাকতে দেখে অবাক কর্মীরা৷ ভেসে এল গুঞ্জন, ‘‘সতীশ শাহের মতো অভিনেতারা প্রথম শ্রেণির টিকিট কী করে কাটতে পারেন?’’

এই কথা শুনে কিছুটা বিরক্তই অভিনেতা। বিমানবন্দরের সেই তিক্ত অভিজ্ঞতাই টুইটে লেখেন সতীশ। তিনি লেখেন, ‘‘বিমানবন্দরে কর্মীর এমন প্রশ্ন শুনে আমি একটাই উত্তর দিয়েছি। কারণ আমরা ভারতীয়। তাই এই খরচ আমরা সহজেই দিতে পারি।’’

এই অভিজ্ঞতার কথা শুনে চটেছেন তাঁর অনুরাগীরাও। কেউ লিখেছেন, ‘‘আপনার যোগ করা উচিত ছিল, এগুলোতে অভ্যস্ত হয়ে যান।’’ কারও বক্তব্য, ‘‘আমাদের দিল্লি, হায়দরাবাদের বিমানবন্দরে ওরা এসেছেন কখনও?’’ শুধু তা-ই নয়, কেউ কেউ লিখেছেন, ‘‘তাঁরা ভারতীয়দের টাকা লুট করেই বর্তমানে বিলাসিতা করছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE