২১ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে মান্টো।
কান চলচ্চিত্র উৎসবে নন্দিতা দাসের এই ছবি দেখার পর ‘মান্টো’-র টিমকে স্ট্যান্ডিং ওভেশন দিয়েছে আন্তর্জাতিক সিনেমা জগত। সমালোচকদের কাছে প্রশংসিত হয়েছেন তিনিও। ‘মান্টো’ ছবিতে তাঁর বোল্ড অভিনয়ের জন্য বার বার সংবাদের শিরোনামে তিনি। দিব্যা দত্ত।
সাদাত হাসান মান্টোর জীবন নিয়ে নন্দিতা বানিয়েছেন এই ছবিটি। আর সেখানেই মান্টোর লেখা গল্প ‘ঠান্ডা গোস্ত’-এ একটা চরিত্রে অভিনয় করেছেন তিনি। তাও অতিথি শিল্পী হিসাবে। সমালোচকরা নানা জায়গায় বলেছেন, দিব্যার ‘বোল্ড’ অভিনয়ের কথা।