Advertisement
E-Paper

‘সঙ্গম’ মন্তব্যে বিপাকে রণবীর, ইউটিউবারের বিরুদ্ধে এ বার বড় পদক্ষেপ উর্বশী রৌতেলার

দিন কয়েক আগে নিজেও বিতর্কে জড়িয়েছিলেন উর্বশী। এ বার রণবীর ইলাহাবাদিয়ার বিরুদ্ধে বিশেষ পদক্ষেপ করলেন উর্বশী। কী করলেন অভিনেত্রী?

Bollywood actress Urvashi Rautela took a big step against Youtuber Ranveer Allahbadia

রণবীরকে নিয়ে বড় পদক্ষেপ উর্বশীর। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫৬
Share
Save

কিছু দিন আগে উর্বশী রৌতেলা নিজেও জড়িয়েছিলেন বিতর্কে। একাধিক তির্যক মন্তব্যের শিকার হয়েছিলেন তিনি। আর এ বার রণবীর ইলাহাবাদিয়ার বিরুদ্ধে বিশেষ পদক্ষেপ করলেন উর্বশী। ‘ইন্ডিয়া’জ় গট ল্যাটেন্ট’ অনুষ্ঠানে গিয়ে রণবীরের মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। রণবীর এক প্রতিযোগীকে বলে বসেন, “বাবা-মাকে সঙ্গম করতে দেখবে, না কি নিজেও এক বার যোগ দিয়ে তাঁদের সঙ্গম স্থায়ী ভাবে বন্ধ করতে উদ্যত হবে?” এই মন্তব্যের পরেই কটাক্ষ ধেয়ে এসেছে ইউটিউবারের দিকে। অভিযোগও দায়ের করা হয়েছে তাঁর বিরুদ্ধে।

এই ঘটনার পরে অসংখ্য মানুষ রণবীরকে অনুসরণ করা বন্ধ করেছেন সমাজমাধ্যমে। যদিও প্রকাশ্যে সকলের কাছে ক্ষমা চেয়েছেন ইউটিউবার। স্বপক্ষে কোনও যুক্তি খাড়া করার চেষ্টা না করেই ক্ষমা চেয়েছেন। কিন্তু তা-ও তাঁকে ঘিরে কটাক্ষ বন্ধ হয়নি। এখনও সমাজমাধ্যমে রণবীরকে নিয়ে ট্রোলিং জারি রয়েছে। এর মধ্যেই উর্বশীও অনুসরণ করা বন্ধ করলেন রণবীরকে।

দিন কয়েক আগে নিজেও বিতর্কে জড়িয়েছিলেন উর্বশী। ‘ডাকু মহারাজ’ ছবিতে ৬৪ বছরের অভিনেতার সঙ্গে জুটি বেঁধেছেন। অশ্লীল নাচের ভঙ্গিমার কারণে তাঁর দিকে ধেয়ে এসেছিল কটাক্ষ। তার পরেই সইফ আলি খানের উপর হামলার ঘটনায় তাঁর মন্তব্য সমালোচিত হয়েছে। এমনকি নিন্দকদের দাবি, উর্বশীকে দেখতে সুন্দর হলেও তাঁর বুদ্ধি নেই। যাকে এক কথায় বলা হয়, ‘বিউটি উইথ নো ব্রেন’।

সেই প্রসঙ্গে তখন উর্বশী নিজের সঙ্গে শাহরুখ-সলমন ও প্রধানমন্ত্রীর তুলনাও টেনেছিলেন। তিনি বলেছিলেন, “আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমার দুই প্রিয় তারকা শাহরুখ খান ও সলমন খান। এঁদেরকেও লোকে কটাক্ষ করতে ছাড়ে না। তা হলেই বলুন, কী করা যায়?”

Ranveer Allahbadia Urvashi Rautela

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}