Advertisement
০৮ ডিসেম্বর ২০২২
Bollywood heroine

যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করে মাত করেছিলেন এই বলি নায়িকারা

যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করে মাত করে দিয়েছিলেন এই বলি নায়িকারা।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৮ ১১:৫৪
Share: Save:
০১ ১১
যৌনকর্মী। এই শব্দটা শুনলে হয়তো অনেকের মনেই নানা প্রশ্ন ভিড় করে। যৌনকর্মীদের জীবন নিয়ে লেখা হয়েছে সাহিত্য। তৈরি হয়েছে চমৎকার ছবিও। বলিউডও পিছিয়ে নেই তাতে। যৌনকর্মীদের ভূমিকায় অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন এমন বলিউডি এই নায়িকার সংখ্যা অনেক।

যৌনকর্মী। এই শব্দটা শুনলে হয়তো অনেকের মনেই নানা প্রশ্ন ভিড় করে। যৌনকর্মীদের জীবন নিয়ে লেখা হয়েছে সাহিত্য। তৈরি হয়েছে চমৎকার ছবিও। বলিউডও পিছিয়ে নেই তাতে। যৌনকর্মীদের ভূমিকায় অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন এমন বলিউডি এই নায়িকার সংখ্যা অনেক।

০২ ১১
করিনা কপূর খান: চামেলি ও তালাশ ছবিতে করিনার তুখোড় অভিনয় মন কেড়েছে দর্শকদের। চামেলি ছবিতে বাস্তবসম্মত অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসাবে ফিল্ম ফেয়ার সম্মান পান করিনা।

করিনা কপূর খান: চামেলি ও তালাশ ছবিতে করিনার তুখোড় অভিনয় মন কেড়েছে দর্শকদের। চামেলি ছবিতে বাস্তবসম্মত অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসাবে ফিল্ম ফেয়ার সম্মান পান করিনা।

০৩ ১১
রানি মুখোপাধ্যায়: সঞ্জয় লীলা বন্সালীর ‘সাওয়ারিয়া’ ও প্রদীপ সরকারের ‘লাগা চুনরি মে দাগ’ দু’টি ছবিতেই রানির অভিনয় প্রশংসিত হয়েছে সমালোচকদের কাছে। দ্বিতীয়টির জন্য সেরা অভিনেত্রীর ফিল্ম ফেয়ার সম্মান পান রানি।

রানি মুখোপাধ্যায়: সঞ্জয় লীলা বন্সালীর ‘সাওয়ারিয়া’ ও প্রদীপ সরকারের ‘লাগা চুনরি মে দাগ’ দু’টি ছবিতেই রানির অভিনয় প্রশংসিত হয়েছে সমালোচকদের কাছে। দ্বিতীয়টির জন্য সেরা অভিনেত্রীর ফিল্ম ফেয়ার সম্মান পান রানি।

০৪ ১১
শর্মিলা ঠাকুর: ‘অমর প্রেম’ ছবিতে রাজেশ খন্নার বিপরীতে শর্মিলা ঠাকুরের অভিনয় আজও ভোলেনি দর্শক। ‘পুষ্পা আই হেট টিয়ারস’ সংলাপটি এখনও বেশ জনপ্রিয়।

শর্মিলা ঠাকুর: ‘অমর প্রেম’ ছবিতে রাজেশ খন্নার বিপরীতে শর্মিলা ঠাকুরের অভিনয় আজও ভোলেনি দর্শক। ‘পুষ্পা আই হেট টিয়ারস’ সংলাপটি এখনও বেশ জনপ্রিয়।

০৫ ১১
শাবানা আজমি: শ্যাম বেনেগালের ‘মান্ডি’ ছবিতে রুক্মিনী বাই নামে এক যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেন তিনি। সাবলীল অভিনয়ে মেলে জাতীয় পুরস্কার।

শাবানা আজমি: শ্যাম বেনেগালের ‘মান্ডি’ ছবিতে রুক্মিনী বাই নামে এক যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেন তিনি। সাবলীল অভিনয়ে মেলে জাতীয় পুরস্কার।

০৬ ১১
তব্বু: ‘চাঁদনি বার’ ছবিটি মু্ম্বইয়ের অপরাধ জগতের উপর নির্মিত। ছবিতে মুমতাজ নামে এক যৌনকর্মীর চরিত্রে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন তব্বু।

তব্বু: ‘চাঁদনি বার’ ছবিটি মু্ম্বইয়ের অপরাধ জগতের উপর নির্মিত। ছবিতে মুমতাজ নামে এক যৌনকর্মীর চরিত্রে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন তব্বু।

০৭ ১১
কাল্কি কোয়েচলিন: ‘দেব ডি’ ছবিতে চন্দ্রমুখীর চরিত্রে ‘মডার্ন অ্যাডপটেশন’-এ অভিনয় করেছিলেন কাল্কি। পেয়েছিলেন ফিল্ম ফেয়ার সহ-অভিনেত্রীর পুরস্কার।

কাল্কি কোয়েচলিন: ‘দেব ডি’ ছবিতে চন্দ্রমুখীর চরিত্রে ‘মডার্ন অ্যাডপটেশন’-এ অভিনয় করেছিলেন কাল্কি। পেয়েছিলেন ফিল্ম ফেয়ার সহ-অভিনেত্রীর পুরস্কার।

০৮ ১১
ঐশ্বর্যা রাই: ‘উমরাও জান’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন ঐশ্বর্যা। বিপরীতে ছিলেন অভিষেক বচ্চন। ছবিটি প্রেক্ষাগৃহে বেশি দিন না চললেও প্রশংসিত হন ঐশ্বর্যা।

ঐশ্বর্যা রাই: ‘উমরাও জান’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন ঐশ্বর্যা। বিপরীতে ছিলেন অভিষেক বচ্চন। ছবিটি প্রেক্ষাগৃহে বেশি দিন না চললেও প্রশংসিত হন ঐশ্বর্যা।

০৯ ১১
সুস্মিতা সেন: চিঙ্গারি ছবিতে যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করেন সুস্মিতা। ছবিটি একেবারেই সাড়া ফেলেনি বাণিজ্যিক ভাবে। তবে প্রশংসিত হয় সুস্মিতা অভিনীত ‘বাসন্তী’।

সুস্মিতা সেন: চিঙ্গারি ছবিতে যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করেন সুস্মিতা। ছবিটি একেবারেই সাড়া ফেলেনি বাণিজ্যিক ভাবে। তবে প্রশংসিত হয় সুস্মিতা অভিনীত ‘বাসন্তী’।

১০ ১১
হুমা খুরেশি: ‘বদলাপুর’ ছবিতে যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করেন হুমা খুরেশি। ছবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল হুমার চরিত্রটি।

হুমা খুরেশি: ‘বদলাপুর’ ছবিতে যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করেন হুমা খুরেশি। ছবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল হুমার চরিত্রটি।

১১ ১১
প্রীতি জিন্টা: ‘চোরি চোরি চুপকে চুপকে’ ছবিতে প্র্রীতি জিন্টা অভিনয় করেন এক যৌনকর্মীর ভূমিকায়। ছবিতে সলমন খানের সন্তানের ‘সারোগেট মাদার’ হিসাবে দেখা গিয়েছিল তাঁকে।

প্রীতি জিন্টা: ‘চোরি চোরি চুপকে চুপকে’ ছবিতে প্র্রীতি জিন্টা অভিনয় করেন এক যৌনকর্মীর ভূমিকায়। ছবিতে সলমন খানের সন্তানের ‘সারোগেট মাদার’ হিসাবে দেখা গিয়েছিল তাঁকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
আরও গ্যালারি

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.