Bollywood Celebrities Who Owns A Private Jets dgtl
Bollywood
বলি তারকাদের প্রাইভেট জেটের এই ছবিগুলি দেখেছেন?
বলিউড সেলিব্রিটিদের গাড়ি-বাড়ির পরিমাণ শুনলেই চমকে উঠি আমরা। কিন্তু ওখানেই শেষ ভাবলে ভুল হবে! শাহরুখ যেমনটা বলেন সিনেমায়, ‘পিকচার আভি বাকি হ্যয় মেরে দোস্ত!’ বলি সেলেবদের যে নিজস্ব জেট প্লেন রয়েছে তা কি জানতেন? সেই জেট প্লেনগুলির অন্দরমহলের কিছু ছবি দেখে নিন একনজরে।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৮ ০৯:০০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
বলিউড সেলিব্রিটিদের গাড়ি-বাড়ির পরিমাণ শুনলেই চমকে উঠি আমরা। কিন্তু ওখানেই শেষ ভাবলে ভুল হবে! শাহরুখ যেমনটা বলেন সিনেমায়, ‘পিকচার আভি বাকি হ্যয় মেরে দোস্ত!’ বলি সেলেবদের যে নিজস্ব জেট প্লেন রয়েছে তা কি জানতেন? সেই জেট প্লেনগুলির অন্দরমহলের কিছু ছবি দেখে নিন একনজরে।
০২১২
তিনি বলিউডের বেতাজ বাদশা। নিজস্জেব জেটের ক্ষেত্রেও তিনি বাদশাই। তড়িঘড়ি কোথাও উড়ে যেতে সচরাচর এই জেট প্লেন ব্যবহার করেন শাহরুখ। বিশেষ করে তাঁর জন্মদিনের দিন একটি বার শাহরুখের জেট প্লেন ‘গ্যারেজ’ থেকে বেরোবেই।
০৩১২
বলিউডের ভাইজান অর্থাৎ সলমন খানেরও একটি জেট প্লেন রয়েছে। তবে সলমনের জেট প্লেনটি আকারে অন্যদের তুলনায় অপেক্ষাকৃত ছোট। তাতে কী? সে প্লেন কিন্তু বেশ স্টাইলিশ।
০৪১২
অজয় দেবগণেরও একটি প্রাইভেট জেট রয়েছে। ফুরসত পেলেই নিজের জেট প্লেন আর পছন্দের মানুষদের নিয়ে ঢুঁ মারতে বেরিয়ে পড়েন অজয়।
০৫১২
অভিনয় দিয়ে বহু আগেই দর্শকদের মন জয় করেছেন হৃত্বিক রোশন। গাড়ির প্রতি হৃত্বিকের ভালবাসার কথা আমরা আগেই জেনেছি। তবে সে তালিকায় রয়েছে জেট প্লেনও।
০৬১২
শিল্পা শেট্টি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রারও একটি প্রাইভেট জেট রয়েছে। ফাঁক পেলেই বন্ধুদের সঙ্গে নিয়ে প্রাইভেট জেটে করেই দূর দেশে উড়ে যান শিল্পা এবং রাজ।
০৭১২
তাঁর লাক্সারি জীবনযাপনের গল্প ভক্তদের অজানা নয়। এ হেন অমিতাভ বচ্চনের যে একটা প্রাইভেট জেট থাকবে তাতে আর আশ্চর্যের কী! শুধু ঘোরাফেরা নয়। কাজের জন্যও জেটটি ব্যবহার করেন মিস্টার বচ্চন।
০৮১২
প্রাইভেট জেট ব্যবহার করেন মাধুরী দীক্ষিত নেনেও। তাঁর জেটটিও বেশ স্টাইলিশ।
০৯১২
দেশে অভিনয়ে তাক লাগানোর পরে বিদেশেও তিনি সমানভাবে সফল। প্রিয়ঙ্কা চোপড়াও একটি প্রাইভেট জেট রয়েছে। পরিবার হোক বা বন্ধু বান্ধব, সুযোগ পেলেই সেই জেট নিয়ে বেরিয়ে পড়েন পিগি চপস।
১০১২
এই কিছু দিন আগেই বলিউডে হাতেখড়ি হল সানি লিওনের। কিন্তু এরই মধ্যে সানিও একটি জেট প্লেন কিনে ফেলেছেন।
১১১২
প্রাইভেট জেট রয়েছে অনিল কপূরেরও। কিন্তু অনেকেই তা জানতেন না। ‘দিল ধড়কনে দো’ ছবিটির শুটিংয়ের সময়েই তা সামনে আনেন অনিল কপূর।
১২১২
প্রাইভেট জেট রয়েছে অক্ষয় কুমারেরও। স্ত্রী টিনা অর্থাৎ টুইঙ্কল খন্না আর ছেলেকে সঙ্গে নিয়ে প্রায়শই ছুটি কাটাতে জেট প্লেনটি নিয়ে বেড়িয়ে পড়েন অক্ষয়।