Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Entertainment News

আত্মঘাতী হলেন ইন্ডাস্ট্রির এই তরুণ চিত্রনাট্যকার

নানা পটেকর অভিনীত ‘অব তক ছপ্পন’ ছবির চিত্রনাট্য কিছুটা লিখেছিলেন রবিশঙ্কর।

রবিশঙ্কর অলোক।

রবিশঙ্কর অলোক।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ জুলাই ২০১৮ ১৪:৫৭
Share: Save:

আত্মঘাতী হলেন চিত্রনাট্যকার রবিশঙ্কর অলোক। পুলিশ সূত্রে খবর, মুম্বইয়ের পশ্চিম আন্ধেরির সেভেন বাংলো এলাকায় নিজের বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মঘাতী হন ৩২ বছর বয়সী রবিশঙ্কর।রবিবার রাত দু’টো নাগাদ এই ঘটনাটি ঘটেছে।

নানা পটেকর অভিনীত ‘অব তক ছপ্পন’ ছবির চিত্রনাট্য কিছুটা লিখেছিলেন রবিশঙ্কর। এমনকি ওই ছবির সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছিলেন তিনি। তাঁর বাড়ির নিরাপত্তারক্ষী জানিয়েছেন, দিন কয়েক আগেই পটনা থেকে তাঁর বাবা-মা এসেছিলেন রবিশঙ্করের কাছে। ছেলের সঙ্গে কিছু দিন কাটিয়ে ফের তাঁরা পটনা ফিরে যান। ওই বহুতলের ছাদের দরজায় নিয়মিত তালা দেওয়া থাকে। কী ভাবে রবিশঙ্কর তার চাবি পেয়ে ছাদে পৌঁছেছিলেন তাও জানা যায়নি। গতকাল ছাদে আদৌ তালা দেওয়া ছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

রবিবার রাতে ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে নিরাপত্তারক্ষীরা খোঁজ করতে গিয়ে রবিশঙ্করকে পড়ে থাকতে দেখতে পান। সে সময় রক্তে ভেসে যাচ্ছিলেন ওই তরুণ। দ্রুত অ্যাম্বুল্যান্সে করে তাঁকে হাসপাতালে পাঠানো হলে চিকিত্সকরা রবিশঙ্করকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন, মন থেকে আউট শামি, ছেড়ে আসা পেশায় ফিরছেন হাসিন

রবিশঙ্করের সঙ্গে তাঁর ভাই থাকতেন। কিন্তু ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। ভারসোভা পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে। তবে এখনও পর্যন্ত কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। ডেপুটি পুলিশ কমিশনার পরমজিত্ সিংহ দহিয়া সাংবাদিকদের জানিয়েছেন, একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা দায়ের হয়েছে।

পুলিশ সূত্রে খবর, গত এক বছর ধরে ডিপ্রেশনের চিকিত্সা চলছিল রবিশঙ্করের। সে কারণেই তিনি আত্মঘাতী হলেন কিনা খতিয়ে দেখছে পুলিশ। তরুণ সম্ভবনাময় চিত্রনাট্যকারের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া বলিউডে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bollywood celebrities Suicide
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE