তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। তাও একাকী থেকে গিয়েছেন সলমন খান। সম্প্রতি কপিল শর্মার অনুষ্ঠানে নিজের প্রেম জীবন নিয়ে কথা বললেন সলমন খান। দীর্ঘ ৩৬ বছরের অভিনয় সফর তাঁর। এর মধ্যে একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে সলমনের। কিন্তু ৬০ বছর বয়সে এসে এখনও ‘সঙ্গীহীন’ সলমন।
সঙ্গীতা বিজলানি, সোমি আলি, ঐশ্বর্যা রাই, ক্যাটরিনা কইফ-সহ একাধিক অভিনেত্রীদের সঙ্গে সম্পর্কে থেকেছেন সলমন খান। কিন্তু ভাইজানের মতে, আজকের যুগ অনুযায়ী এই সংখ্যা কিচ্ছু নয়। আজকের যুগে এর চেয়ে অনেক বেশি সংখ্যক সম্পর্কে জড়ায় সবাই। সেই দিক থেকে তিনি পিছিয়ে রয়েছেন।
সলমনের প্রেমিকা ভাগ্য ভাল। অনুষ্ঠানে দাবি করেন কপিল শর্মা। এই শুনে সঙ্গে সঙ্গে সলমন বলেন, “এটা ভুল কথা। হিসাব করলেই দেখা যাবে ৫৯ বছর বয়সি জীবনে আমার মাত্র তিন-চার জন প্রেমিকা হয়েছে। কোনও সম্পর্ক সাত-আট বছর টিকেছে। কোনওটা আবার ১২ পর্যন্তও টিকেছে। এই যুগের ছেলেমেয়েদের তুলনায় এই সংখ্যা খুবই কম। আজকাল তো ছেলেমেয়েরা একটার পর একটা সম্পর্কে যায়। ওদের তুলনায় আমি নেহাতই পুরনোপন্থী।”
আরও পড়ুন:
এই অনুষ্ঠানেই আমির খানের প্রেম নিয়েও খোঁচা দিয়েছেন সলমন। অনুষ্ঠানে ভাইজানকে কপিল প্রশ্ন করেন, “আমির ভাই কিছু দিন আগেই প্রেমিকার সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিয়েছেন। তিনি থামছেন না। আর আপনি কিছুই করছেন না।” এর উত্তরে সলমন বলেন, “আমিরের বিষয়টাই আলাদা। ও তো পারফেকশনিস্ট। তাই যতক্ষণ না বিয়ে বিষয়টাকে ও ‘পারফেক্ট’ করে তুলতে পারছে, ততক্ষণ চলতে থাকবে।”