'ব্রহ্মাস্ত্র'-এর ঝলক সাড়া ফেলল মঙ্গলবার
যেখান সেখান থেকে জেগে উঠছে অতিজাগতিক শক্তি। সে শক্তি ব্রহ্মাণ্ড-স্রষ্টার। যা ভর করছে পার্থিব দুই নারী-পুরুষের মধ্যে। পুরাণ, ফ্যান্টাসি এবং রোমাঞ্চের মিশেলে এমনই অভিনব রসায়ন পর্দায় নিয়ে আসতে চলেছে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত 'ব্রহ্মাস্ত্র'। যার ঝলক মুক্তি পেল ৩১ মে, মঙ্গলবার। যদিও কাহিনি এখনও অধরা।ঝলক প্রকাশ্যে আসতেই ভক্তরা রোমাঞ্চিত হলেন। বেশির ভাগের দাবি, এমন ছবি বহু দিন হিন্দিতে দেখেননি।
দীর্ঘ ৫ বছর ধরে ছবিটির নির্মাণ চলেছে। পর্দায় আসতে এখনও আরও ১০০ দিন। নানা ওঠাপড়া শেষে আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে 'ব্রহ্মাস্ত্র'।
রণবীর কপূর এবং আলিয়া ভট্টকে প্রথম একসঙ্গে দেখা যাবে এই ছবিতেই। রয়েছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন এবং মৌনী রায়ের মতো অভিনেতারাও।
ঝলক মুক্তির দিনই একসঙ্গে ছবির প্রচারে এসেছিলেন রণবীর, এসএস রাজামৌলি এবং অয়ন মুখোপাধ্যায়। সকাল সকাল বিশাখাপত্তনমের পথে দেখা যায় তাঁদের। উচ্ছ্বসিত ভক্তরা পুষ্পবৃষ্টিতে ভরিয়ে দেন তাঁদের।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy