সেই চার বছর আগে লাস ভেগাসে শুরু করেছিলেন নিজের রেসিডেন্সি শো ‘পিস অব মি’। ব্রিটনি স্পিয়ার্সের সেই শো প্রবল জনপ্রিয় হয়েছিল। এতটাই যে আয়োজকরা ৫ নভেম্বর দিনটিকে ‘ব্রিটনি ডে’ হিসেবে ঘোষণা করে। কিন্তু এ বার সেই অনুষ্ঠানের পরদা পড়ল বলে। গায়িকা নিজেই জানিয়েছেন, এ বছরই শেষ করবেন রেসিডেন্সি শো। ‘‘যখন ‘পিস অব মি’ করতে রাজি হই, তখন জানতাম না এতটা ম্যাজিকের মতো হবে এই জার্নি। লাস ভেগাসকে আমি ভালবাসি। আর অনুষ্ঠানকে তো বটেই,’’ বলেন ব্রিটনি। ফ্যানদের জন্য সুখবর, এই রেসিডেন্সি শো বন্ধ হলেও লাইভ পারফরম্যান্স বন্ধ করছেন না তিনি। জুন মাসেই এশিয়া ট্যুরে আসবেন। কে বলতে পারে, এ দেশেও একবার ঘুরে যেতে পারেন! ভারতের বাজার বেশ লোভনীয়। কোল্ড প্লে থেকে জাস্টিন বিবার, ভারত সকলেরই পছন্দ।