Advertisement
০৪ ডিসেম্বর ২০২৩
Entertainment News

ঐন্দ্রিলা নন, দেখুন অঙ্কুশের ‘ওনলি লভ’ কী?

অবাক লাগলেও এ কথা সত্যি। এমনকী অঙ্কুশ তাঁর নতুন ভালবাসাকে ‘ওনলি লভ’ বলেছেন সোশ্যাল মিডিয়ায়।

ঐন্দ্রিলার সঙ্গে অঙ্কুশ। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

ঐন্দ্রিলার সঙ্গে অঙ্কুশ। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ মে ২০১৮ ১৫:০৬
Share: Save:

অঙ্কুশ এবং ঐন্দ্রিলা। টলিউডে এই দুই সেলেবের ব্যক্তিগত সম্পর্কের রসায়ন প্রায় সকলেরই জানা। নিজেদের ভালবাসার কথা প্রকাশ্যে স্বীকারও করেন তাঁরা। কিন্তু এ বার অঙ্কুশ প্রকাশ্যে আরও এক ভালবাসার কথা জানালেন!

অবাক লাগলেও এ কথা সত্যি। এমনকী অঙ্কুশ তাঁর নতুন ভালবাসাকে ‘ওনলি লভ’ বলেছেন সোশ্যাল মিডিয়ায়।

না! এর মধ্যে আলাদা করে কোনও গসিপের গন্ধ খুঁজবেন না। কারণ অঙ্কুশ অন্য কোনও মহিলার কথা বলেননি। বরং জানিয়েছেন খাবারের প্রতি তাঁর ভালবাসার কথা।

আরও পড়ুন, হলের কাঁটা সরিয়ে প্রথম উইকেন্ডে বাজিমাত্ ‘হামি’র

খাবারের প্লেটের সামনে নিজের ছবি শেয়ার করে অঙ্কুশ লেখেন ‘প্রবল জ্বরে নির্ঘুম রাত কেটেছে। তবে সকালে কম্প্রোমাইজ করিনি। আমার শরীর কতটা দুর্বল সেটা কোনও বিষয় নয়। বরং আমার মনের পরিতৃপ্তি দরকার। আমি আমার একমাত্র ভালবাসা অর্থাত্ খাবারের সঙ্গে…।’

খাবারের প্লেটের সামনে নিজের ছবি শেয়ার করে অঙ্কুশ লেখেন ‘প্রবল জ্বরে নির্ঘুম রাত কেটেছে। তবে সকালে কম্প্রোমাইজ করিনি। আমার শরীর কতটা দুর্বল সেটা কোনও বিষয় নয়। বরং আমার মনের পরিতৃপ্তি দরকার। আমি আমার একমাত্র ভালবাসা অর্থাত্ খাবারের সঙ্গে…।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE