ছবির প্রচারে কী না করেন তারকারা? এক দিনের জন্য কেউ ক্ষৌরকার বনে যান তো কেউ আবার ছদ্মবেশে চষে বেড়ান গোটা দেশ। তাই বলে ভূতের বাড়িতে হানা! এ বার তাই করে দেখালেন ‘অমাবস্যা’ ছবির তারকারা। ভূতের সঙ্গ পেতে গাঁটের কড়ি খরচ করে মুম্বই থেকে কলকাতা উড়ে এলেন ছবির অভিনেতা সচিন জোশী এবং আলি আসগর। রাত কাটালেন কলকাতার একটি ভুতুড়ে বাড়িতে।
ভূতের দেখা পেতে গত বুধবার মুম্বই থেকে কলকাতা উড়ে আসেন সচিন ও আলি। সঙ্গে নেন ছবির পরিচালক ভূষণ পটেলকেও। কিন্তু ভূতের মনমর্জি কখন কেমন থাকে বলা যায় না। চাইলে যখন তখন ঘাড় মটকে দিতেই পারে। তাই অশরীরীদের নিয়ে যাঁর গবেষণা, সেই ‘ডিটেকটিভস অব সুপারন্যাচরাল’-এর প্রতিষ্ঠাতা দেবরাজ সান্যাল ও তাঁর সহযোগীদের অভিযানে সামিল করেন তাঁরা। তারকাদের সঙ্গে ভূত দেখার সুযোগ হাতছাড়া করেননি ‘টিম পেন্টাকল’-এর প্রতিষ্ঠাতা শিশির কুমনও। প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে সদলবলে ভূতের দর্শন পেতে যান তাঁরা।
কিন্তু শেষমেশ ভূতের দেখা পেলেন কি? না, কাজকর্ম ফেলে তাঁদের দর্শন দিতে নেমে আসেনি কোনও অশরীরী। তবে অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন সচিন-আলিরা। ভূতের কথাবার্তা শুনতে একোভক্স নামের যে বিশেষ যন্ত্র ব্যবহার করা হয়, তাতে এক মহিলাকে সাহায্য চাইতে শুনেছেন বলে দাবি তাঁদের। ‘সব মরোগে’, ফিসফিস করে এমনও নাকি বলতে শোনা গিয়েছে কাউকে।