বয়স তাঁর কাছে নিতান্তই এক সংখ্যা মাত্র। আজ ৮৪ বছর বয়স হল তাঁর। কিন্তু এখনও যে ভাবে পারফর্ম করেন, তাতে তাঁর কাছে প্রতিটি জন্মদিনে এক বছর করে বয়স বেড়ে যাওয়া নয়, বরং তা যেন প্রতিদিন কমছে। তিনি আশা ভোঁসলে। এ বছর জন্মদিনটা নাতি-নাতনিদের সঙ্গে কাটাচ্ছেন কিংবদন্তী গায়িকা।
আরও পড়ুন, ও কি এ বার পুজোয় আসতে পারবে…
শুক্রবার জেনেভায় আশার জন্মদিন সেলিব্রেশনের আয়োজন করেন তাঁর নাতি-নাতনিরা। যদিও দিন দুয়েক আগে থেকেই শুরু হয়েছে সেলিব্রেশন। সে ছবি নিজেই টুইট করে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন আশা।
আরও পড়ুন, সিনেমা তৈরি করতে চেয়েছিলেন অনুপম?
গত প্রায় ছ’দশক ধরে গান গেয়ে শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে রেখেছেন তিনি। ভারতীয় সঙ্গীতের বিভিন্ন ধারায় গান গেয়েছেন। বিভিন্ন ভাষায় সুর সাধনা করেছেন তিনি। সবচেয়ে বেশি গান রেকর্ড করার জন্য গিনেস বুক অব ওয়ার্ল্ডে তাঁর নামও রয়েছে। দাদাসাহেব ফালকে, পদ্মবিভূষণ সহ একাধিক পুরস্কার পেয়েছেন এই কিংবদন্তী।
Grandchildren wanted to celebrate my 84th in Geneva 😊 pic.twitter.com/zwcxtC1MPH
— ashabhosle (@ashabhosle) September 6, 2017