Advertisement
০৮ ডিসেম্বর ২০২২
bollywood

মুম্বইতে জমজমাট পার্টি, দেখুন প্রিয়ঙ্কা-নিকের রিসেপশনের অ্যালবাম

বৃহস্পতিবার মুম্বইয়ের ‘তাজ ল্যান্ডস এন্ড হোটেল’-এ রিসেপশন পার্টি দিয়েছিলেন প্রিয়ঙ্কা ও নিক। বলিউডি তারকা থেকে শুরু করে প্রিয়ঙ্কার ঘনিষ্ঠ ব্যক্তিগত বন্ধুরাউপস্থিত ছিলেন এই পার্টিতে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৮ ১৫:৪৫
Share: Save:
০১ ১৫
‘বিবাহিত জীবন দারুণ উপভোগ করছি।’ এ কথা বিয়ের পরই সোশ্যাল সাইটে জানিয়েছিলেন প্রিয়ঙ্কা চোপড়া। বৃহস্পতিবার মুম্বইয়ের ‘তাজ ল্যান্ডস এন্ড হোটেল’-এ রিসেপশন পার্টি দিয়েছিলেন প্রিয়ঙ্কা ও নিক। বলিউডি তারকা থেকে শুরু করে প্রিয়ঙ্কার ঘনিষ্ঠ ব্যক্তিগত বন্ধুরাউপস্থিত ছিলেন এই পার্টিতে। অতিথিদের সঙ্গে কোমর দুলিয়ে নাচলেন নবদম্পতিও!

‘বিবাহিত জীবন দারুণ উপভোগ করছি।’ এ কথা বিয়ের পরই সোশ্যাল সাইটে জানিয়েছিলেন প্রিয়ঙ্কা চোপড়া। বৃহস্পতিবার মুম্বইয়ের ‘তাজ ল্যান্ডস এন্ড হোটেল’-এ রিসেপশন পার্টি দিয়েছিলেন প্রিয়ঙ্কা ও নিক। বলিউডি তারকা থেকে শুরু করে প্রিয়ঙ্কার ঘনিষ্ঠ ব্যক্তিগত বন্ধুরাউপস্থিত ছিলেন এই পার্টিতে। অতিথিদের সঙ্গে কোমর দুলিয়ে নাচলেন নবদম্পতিও!

০২ ১৫
নিক ও প্রিয়ঙ্কা দু’জনেরই রিসেপশনের সাজ ছিল চোখ ধাঁধানো! সাদা শিফনের স্কার্টের উপর লেস, সুতো ও জরির কাজ ও একই নকশার টপে প্রিয়ঙ্কা হয়ে উঠেছিলেন অনন্যা। উল্টো দিকে জমকালো ব্লু শেডেড স্যুটের নিকের দিক থেকেও চোখ ফেরানো দায় হয়ে উঠেছিল।

নিক ও প্রিয়ঙ্কা দু’জনেরই রিসেপশনের সাজ ছিল চোখ ধাঁধানো! সাদা শিফনের স্কার্টের উপর লেস, সুতো ও জরির কাজ ও একই নকশার টপে প্রিয়ঙ্কা হয়ে উঠেছিলেন অনন্যা। উল্টো দিকে জমকালো ব্লু শেডেড স্যুটের নিকের দিক থেকেও চোখ ফেরানো দায় হয়ে উঠেছিল।

০৩ ১৫
নিক-প্রিয়ঙ্কার রিসেপশনে খয়েরি ও বটল গ্রিনের লেহঙ্গায় সেজে হাজির ছিলেন বিদ্যা বালনও। সঙ্গে ছিলেন তাঁর স্বামী সিদ্ধার্থ রায় কপূরও।

নিক-প্রিয়ঙ্কার রিসেপশনে খয়েরি ও বটল গ্রিনের লেহঙ্গায় সেজে হাজির ছিলেন বিদ্যা বালনও। সঙ্গে ছিলেন তাঁর স্বামী সিদ্ধার্থ রায় কপূরও।

০৪ ১৫
পার্টি শুরু হওয়ার কিছু ক্ষণের মধ্যেই স্ত্রী মীরা রাজপুতের হাত ধরে পার্টিতে প্রবেশ করলেন শাহিদ কপূর। কালো জমকালো স্যুটে শাহিদের গ্ল্যামার যেন বেড়ে গিয়েছিল আরও কয়েক গুণ। এ দিকে হালকা গোলাপি শাড়িতে সোনালি সুতোর চটকদার শাড়িতে সেজেছিলেন মীরা।

পার্টি শুরু হওয়ার কিছু ক্ষণের মধ্যেই স্ত্রী মীরা রাজপুতের হাত ধরে পার্টিতে প্রবেশ করলেন শাহিদ কপূর। কালো জমকালো স্যুটে শাহিদের গ্ল্যামার যেন বেড়ে গিয়েছিল আরও কয়েক গুণ। এ দিকে হালকা গোলাপি শাড়িতে সোনালি সুতোর চটকদার শাড়িতে সেজেছিলেন মীরা।

০৫ ১৫
প্রিয়ঙ্কা অভিনয় জগতের মানুষ, নিক গানের। তাই এই দুই বিভাগের সেলেবরাই ভরিয়ে রেখেছিলেন পার্টির মেজাজ। এ আর রহমান যেমন হাজির ছিলেন, তেমনই পার্টিকে আরও হেভিওয়েট করে তুলতে উপস্থিত ছিলেন আশা ভোঁসলেও। রণবীর সিংহ, এ আর রহমান— অনেকেই তাঁর সঙ্গে ছবি তুললেন।

প্রিয়ঙ্কা অভিনয় জগতের মানুষ, নিক গানের। তাই এই দুই বিভাগের সেলেবরাই ভরিয়ে রেখেছিলেন পার্টির মেজাজ। এ আর রহমান যেমন হাজির ছিলেন, তেমনই পার্টিকে আরও হেভিওয়েট করে তুলতে উপস্থিত ছিলেন আশা ভোঁসলেও। রণবীর সিংহ, এ আর রহমান— অনেকেই তাঁর সঙ্গে ছবি তুললেন।

০৬ ১৫
এই পার্টিতেও নিজস্ব স্টাইল সিম্বল কাঞ্জিভরম শাড়ি ও ভারী গয়নায় সেজে হাজির ছিলেন বলিউডি ডিভা রেখা। পার্টিতে বেশি ক্ষণ না থাকলেও তাঁর উপস্থিতি এই পার্টিকে আরও জমকালো করে তোলে।

এই পার্টিতেও নিজস্ব স্টাইল সিম্বল কাঞ্জিভরম শাড়ি ও ভারী গয়নায় সেজে হাজির ছিলেন বলিউডি ডিভা রেখা। পার্টিতে বেশি ক্ষণ না থাকলেও তাঁর উপস্থিতি এই পার্টিকে আরও জমকালো করে তোলে।

০৭ ১৫
কেবল বলিউডি তারকারাই নন, এই পার্টিতে হাজির ছিলেন খেলার জগতের পরিচিত মুখও। সাইনা নেহওয়াল ও সানিয়া মির্জা— দু’জনকেই সাধারণত খেলার জার্সিতে দেখেই অভ্যস্ত আমরা। এই পার্টিতে নজরকাড়া সাজে ধরা দিলেন দু’জনেই।

কেবল বলিউডি তারকারাই নন, এই পার্টিতে হাজির ছিলেন খেলার জগতের পরিচিত মুখও। সাইনা নেহওয়াল ও সানিয়া মির্জা— দু’জনকেই সাধারণত খেলার জার্সিতে দেখেই অভ্যস্ত আমরা। এই পার্টিতে নজরকাড়া সাজে ধরা দিলেন দু’জনেই।

০৮ ১৫
অনুপম খের, সতীশ কৌশিক ও অনিল কপূর ‘ব্ল্যাক স্মার্টনেস’-এর দলে ছিলেন এঁরাও। কালো ফর্মালে কেবল উপস্থিতই থাকলেন না, নাচে-আড্ডায় মাতিয়ে রাখলেন সকলকে।

অনুপম খের, সতীশ কৌশিক ও অনিল কপূর ‘ব্ল্যাক স্মার্টনেস’-এর দলে ছিলেন এঁরাও। কালো ফর্মালে কেবল উপস্থিতই থাকলেন না, নাচে-আড্ডায় মাতিয়ে রাখলেন সকলকে।

০৯ ১৫
পার্টিতে একটু রাতের দিকে পৌঁছন সমীরা রেড্ডি ও তাঁর স্বামী অক্ষয় ভর্দে। সবুজ ডিজাইনার শাড়ি ও কালো ফর্মালে দু’জনেই ছিলেন স্টানিং!

পার্টিতে একটু রাতের দিকে পৌঁছন সমীরা রেড্ডি ও তাঁর স্বামী অক্ষয় ভর্দে। সবুজ ডিজাইনার শাড়ি ও কালো ফর্মালে দু’জনেই ছিলেন স্টানিং!

১০ ১৫
ফুলের তোড়া ও উপহার নিয়ে স্ত্রী সুনীতা আহুজা ও মেয়া টিনা আহুজাকে নিয়ে পার্টিতে আসেন গোবিন্দা।খাওয়াদাওয়া ও আড্ডার ফাঁকে জমিয়ে ছবিও তোলেন তাঁরা।

ফুলের তোড়া ও উপহার নিয়ে স্ত্রী সুনীতা আহুজা ও মেয়া টিনা আহুজাকে নিয়ে পার্টিতে আসেন গোবিন্দা।খাওয়াদাওয়া ও আড্ডার ফাঁকে জমিয়ে ছবিও তোলেন তাঁরা।

১১ ১৫
পাপারাৎজিদের ক্যামেরা থেকে বাদ গেলেন না সঞ্জয় দত্তও। নিজস্ব স্টাইল স্টেটমেন্টে সঞ্জয় এই রাতেও ছিলেন গ্ল্যামারাস। একগাল হাসি ও আড্ডার মেজাজই তাঁকে আলাদা করে চিনিয়ে দিচ্ছিল।

পাপারাৎজিদের ক্যামেরা থেকে বাদ গেলেন না সঞ্জয় দত্তও। নিজস্ব স্টাইল স্টেটমেন্টে সঞ্জয় এই রাতেও ছিলেন গ্ল্যামারাস। একগাল হাসি ও আড্ডার মেজাজই তাঁকে আলাদা করে চিনিয়ে দিচ্ছিল।

১২ ১৫
নীল কুঁচি, লাল আঁচল, দু’রঙা ভেলভেটের শাড়ি ও সবুজ পাথরের নেকপিসে সেজে হাজির ছিলেন কাজল। নিজেকেপুরো সোনালি রঙে মুড়ে ফেলে পার্টিতে নজর কাড়লেন কঙ্গনা।

নীল কুঁচি, লাল আঁচল, দু’রঙা ভেলভেটের শাড়ি ও সবুজ পাথরের নেকপিসে সেজে হাজির ছিলেন কাজল। নিজেকেপুরো সোনালি রঙে মুড়ে ফেলে পার্টিতে নজর কাড়লেন কঙ্গনা।

১৩ ১৫
সি গ্রিন ভেলভেটের ব্লাউজ ও নীল ডিজাইনার শাড়ি, সঙ্গে কালো ফর্মাল— পার্টির জন্য এমন সাজই বেছে নিয়েছিলেন প্রিয়ঙ্করা আলভা ও বিবেক ওবেরয়।

সি গ্রিন ভেলভেটের ব্লাউজ ও নীল ডিজাইনার শাড়ি, সঙ্গে কালো ফর্মাল— পার্টির জন্য এমন সাজই বেছে নিয়েছিলেন প্রিয়ঙ্করা আলভা ও বিবেক ওবেরয়।

১৪ ১৫
মাথায় গোলাপ ও নেভি ব্লু-লাল শাড়িতে সাবেকী সাজে পার্টিতে এলেন শাবানা আজমি। নিজের বুদ্ধিদীপ্ত চেহারা ও ব্যক্তিত্বে পার্টির মেজাজকে আরও খোলতাই করে দিলেন তিনি।

মাথায় গোলাপ ও নেভি ব্লু-লাল শাড়িতে সাবেকী সাজে পার্টিতে এলেন শাবানা আজমি। নিজের বুদ্ধিদীপ্ত চেহারা ও ব্যক্তিত্বে পার্টির মেজাজকে আরও খোলতাই করে দিলেন তিনি।

১৫ ১৫
একটু রাতের দিকে এসেই নাচে-গানে পার্টি জমিয়ে দিলেন ‘টাইগার’ সলমান খানও। আনন্দ-উৎসাহের মাঝে পোজ দিয়ে ছবি তুলতেও উৎসাহী ছিলেন তিনি। সল্লুভাইয়ের উপস্থিতিতে পার্টি জমজমাট হয়ে ওঠে।

একটু রাতের দিকে এসেই নাচে-গানে পার্টি জমিয়ে দিলেন ‘টাইগার’ সলমান খানও। আনন্দ-উৎসাহের মাঝে পোজ দিয়ে ছবি তুলতেও উৎসাহী ছিলেন তিনি। সল্লুভাইয়ের উপস্থিতিতে পার্টি জমজমাট হয়ে ওঠে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
আরও গ্যালারি

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.