Advertisement
১৯ জুলাই ২০২৪
Entertainment News

দেখুন মিলিন্দ-অঙ্কিতার বিয়ের অ্যালবাম

বিয়ে করলেন ভারতের ‘আয়রনম্যান’ মিলিন্দ সোমন। পাত্রী তাঁর দীর্ঘদিনের গার্লফ্রেন্ড অঙ্কিতা কোনওয়ার। গ্যালারির পাতায় রইল মিলিন্দ-অঙ্কিতার বিয়ের নানা মুহূর্ত।

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৮ ১৭:৩১
Share: Save:
০১ ০৬
বিয়ে করলেন ভারতের ‘আয়রনম্যান’ মিলিন্দ সোমন। পাত্রী তাঁর দীর্ঘদিনের গার্লফ্রেন্ড অঙ্কিতা কোনওয়ার। গ্যালারির পাতায় রইল মিলিন্দ-অঙ্কিতার বিয়ের নানা মুহূর্ত।

বিয়ে করলেন ভারতের ‘আয়রনম্যান’ মিলিন্দ সোমন। পাত্রী তাঁর দীর্ঘদিনের গার্লফ্রেন্ড অঙ্কিতা কোনওয়ার। গ্যালারির পাতায় রইল মিলিন্দ-অঙ্কিতার বিয়ের নানা মুহূর্ত।

০২ ০৬
গতকালই হয়েছে বিয়ের সঙ্গীত, মেহন্দি ও গায়ে হলুদের অনুষ্ঠান। রবিবার সকালে হল বিয়ে।

গতকালই হয়েছে বিয়ের সঙ্গীত, মেহন্দি ও গায়ে হলুদের অনুষ্ঠান। রবিবার সকালে হল বিয়ে।

০৩ ০৬
বিয়ে হল আলিবাগে, চিতপাবন ব্রাহ্মণ মতে। উপস্থিত ছিলেন শুধু ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়রা।

বিয়ে হল আলিবাগে, চিতপাবন ব্রাহ্মণ মতে। উপস্থিত ছিলেন শুধু ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়রা।

০৪ ০৬
৫২ বছর বয়সী মিলিন্দের হবু স্ত্রী অঙ্কিতার বয়স মাত্র ২৩ বছর! সংবাদ মাধ্যমে যদিও তাঁর বয়স নিয়ে নানা মত রয়েছে। কেউ বলেন ১৮, কেউ বলেন ২৬।

৫২ বছর বয়সী মিলিন্দের হবু স্ত্রী অঙ্কিতার বয়স মাত্র ২৩ বছর! সংবাদ মাধ্যমে যদিও তাঁর বয়স নিয়ে নানা মত রয়েছে। কেউ বলেন ১৮, কেউ বলেন ২৬।

০৫ ০৬
এটি মিলিন্দ সোমনের দ্বিতীয় বিয়ে। এর আগে ফরাসি অভিনেত্রী মেলিন জাম্পানোই-এর সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর। তিন বছর পর, ২০০৯ সালে তাঁদের বিয়ে ভেঙে যায়।

এটি মিলিন্দ সোমনের দ্বিতীয় বিয়ে। এর আগে ফরাসি অভিনেত্রী মেলিন জাম্পানোই-এর সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর। তিন বছর পর, ২০০৯ সালে তাঁদের বিয়ে ভেঙে যায়।

০৬ ০৬
গুয়াহাটির মেয়ে অঙ্কিতা সম্ভবত পেশায় বিমান সেবিকা। চার বছর ধরে তাঁদের আলাপ। বান্ধবীর সঙ্গে বয়সের ব্যবধানের জন্য মিলিন্দকে ইন্টারনেটে ট্রোলিংয়ের মুখোমুখি হতে হয়। তবে শেষ পর্যন্ত প্রেমের জয় হল।

গুয়াহাটির মেয়ে অঙ্কিতা সম্ভবত পেশায় বিমান সেবিকা। চার বছর ধরে তাঁদের আলাপ। বান্ধবীর সঙ্গে বয়সের ব্যবধানের জন্য মিলিন্দকে ইন্টারনেটে ট্রোলিংয়ের মুখোমুখি হতে হয়। তবে শেষ পর্যন্ত প্রেমের জয় হল।

Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE