Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Entertainment News

সেন্সর বোর্ডের নির্দেশ বন্ধ হল ‘ডুব’ ছবির প্রদর্শন

আটকে গেল মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ ছবির মুক্তি। যদিও ছবির পরিচালক আগেই জানিয়েছেন, তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন (বিএফডিসি) ছবিটি আটকে দিয়েছে। তবে কেন ছবিটি আটকে দেওয়া হল তার কোনও ব্যাখ্যা দেয়নি বিএফডিসি।

‘ডুব’ ছবির একটি দৃশ্যে ইরফান খান।

‘ডুব’ ছবির একটি দৃশ্যে ইরফান খান।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:৪২
Share: Save:

আটকে গেল মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ ছবির মুক্তি। যদিও ছবির পরিচালক আগেই জানিয়েছেন, তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন (বিএফডিসি) ছবিটি আটকে দিয়েছে। তবে কেন ছবিটি আটকে দেওয়া হল তার কোনও ব্যাখ্যা দেয়নি বিএফডিসি।

আরও পড়ুন, য়ুলিয়াকে ভ্যালেন্টাইনস্ ডে-র জন্য কী গিফট দিলেন সলমন?

এর আগে সোশ্যাল মিডিয়ায় আলোচিত হয় যে, এই ছবিতে ভিন্ন নামে উঠে এসেছে জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ এবং তার কন্যার বয়সী মেহের আফরোজ শাওনকে বিয়ে করার বিষয়টি। এ নিয়ে গত ১৩ ফেব্রুয়ারি সেন্সর বোর্ড ‘ডুব’ ছবিটির ব্যাপারে আপত্তি জানিয়ে চিঠি দেন হুমায়ূনের সহধর্মিনী অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে। শনিবারই শাওন বলেন, ‘‘গণমাধ্যমে তীব্র আলোচনার পর ছবিটি থেকে আপত্তিকর অংশ পরিবর্তন ও পরিমার্জন করে তা মুক্তি দেওয়ার আবেদন করেছি সেন্সর বোর্ডের কাছে।’’ তিনি এও বলেন, ছবিটি আটকে দেওয়া হয়নি। স্থগিত করা হয়েছে।
ইতিমধ্যে এই সিদ্ধান্তের কারণে প্রতিক্রিয়ায় তীব্র ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।


পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী।

পরিচালক ফেসবুকে লিখেছেন, ‘‘এই কয়েকটা বছর আমরা আন্তর্জাতিক মিডিয়ায় হেডলাইন হয়েছি পজিটিভ কারণে। আর আজকে হেডলাইন হলাম একটা খারাপ বিষয়ে। যে বা যারা সরকারকে বিভ্রান্ত করে এই কাজটা করিয়েছে তারা খুবই খারাপ করলেন। আমরা বিশ্বাস করি, এই স্থগিতাদেশ সাময়িক। সরকারের প্রতি আমাদের আস্থা আছে। আমরা কোনও ধরনের কপি রাইট লঙ্ঘন বা কোনও বেআইনি কাজ করিনি। এই নির্দেশের পেছনে কী কারণ রয়েছে, আমরা তথ্য মন্ত্রণালয়ের কাছে তা জানতে চাইব। আমরা বিশ্বাস করি এই আদেশ অবিলম্বে প্রত্যাহার করা হবে।’’

আরও পড়ুন, ‘আমাকে কিস করুন’, ‘কিস ডে’তে বার্তা ‘ধোনি’র

সেন্সর বোর্ডের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করেছেন ‘ডুব’ ছবির অভিনেত্রী নুসরত তিশাও। ছবিটি কেন নিষিদ্ধ করা হল এ বিষয়ে বিএফডিসির ম্যানেজিং ডিরেক্টর তপনকুমার ঘোষ বলেন, ‘‘এটা বিএফডিসির বিষয় নয়। বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড বিষয়টি দেখভাল করে।’’ এ বিষয়ে ছবিটির প্রধান অভিনেতা ও এর সহ-প্রযোজক ইরফান খান বলেন, ‘‘ছবিটি নিষিদ্ধ করায় আমি সত্যি বিস্মিত হয়েছি। এতে প্রধানত একজন নারী ও পুরুষের জটিল সম্পর্ক ও একটি মানবিক বিষয়ের ওপর ভিত্তি করে নির্মিত। এতে সমাজের কী ক্ষতি হতে পারে? আমার বোধগম্য নয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mostofa Sarwar Farooki Doob Irrfan Khan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE