Advertisement
০৩ মে ২০২৪
Entertainment News

আজকাল কী করছেন এক সময়ের এই খুদে সেলেবরা?

শিশু অভিনেতা হিসেবে প্রতি বছরই বলিউডে পা রাখেন বহু শিশু শিল্পী। কেউ ছোট বয়সেই ছাপ ফেলে যান। কেউ আবার বড় হয়ে সুপারস্টার হয়ে যান। কেউআবার ছোট বয়সেই স্টার হয়েও পরিণত বয়সে আর সেই ভাবে দর্শক মনে দাগ কাটতে পারেন না। আজ নজর থাকবে এমনই কিছু হারিয়ে যাওয়া শিশু তারকাদের দিকে। এখন তাঁরা কী করছেন, দেখে নেওয়া যাক একনজরে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৮ ১৮:০০
Share: Save:
০১ ১০
শিশু অভিনেতা হিসেবে প্রতি বছরই বলিউডে পা রাখেন বহু শিশু শিল্পী। কেউ ছোট বয়সেই ছাপ ফেলে যান। কেউ আবার বড় হয়ে সুপারস্টার হয়ে যান। কেউআবার ছোট বয়সেই স্টার হয়েও পরিণত বয়সে আর সেই ভাবে দর্শক মনে দাগ কাটতে পারেন না। আজ নজর থাকবে এমনই কিছু হারিয়ে যাওয়া শিশু তারকাদের দিকে। এখন তাঁরা কী করছেন, দেখে নেওয়া যাক একনজরে।

শিশু অভিনেতা হিসেবে প্রতি বছরই বলিউডে পা রাখেন বহু শিশু শিল্পী। কেউ ছোট বয়সেই ছাপ ফেলে যান। কেউ আবার বড় হয়ে সুপারস্টার হয়ে যান। কেউআবার ছোট বয়সেই স্টার হয়েও পরিণত বয়সে আর সেই ভাবে দর্শক মনে দাগ কাটতে পারেন না। আজ নজর থাকবে এমনই কিছু হারিয়ে যাওয়া শিশু তারকাদের দিকে। এখন তাঁরা কী করছেন, দেখে নেওয়া যাক একনজরে।

০২ ১০
জিবরান খান- ‘কভি খুশি কভি গম’-এর সেই কৃশকে বোধ হয় সকলেরই মনে আছে। কিন্তু সেই ছবির পর কোথায় উধাও হয়ে গেলেনসেই শিশু অভিনেতা? আজ কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছেন সেই কৃশ অর্থাৎ জিবরান খান। ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটিতে চিফ অ্যাসিস্টান্ট ডিরেক্টর হিসেবে কাজ করলেন জিবরান।

জিবরান খান- ‘কভি খুশি কভি গম’-এর সেই কৃশকে বোধ হয় সকলেরই মনে আছে। কিন্তু সেই ছবির পর কোথায় উধাও হয়ে গেলেনসেই শিশু অভিনেতা? আজ কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছেন সেই কৃশ অর্থাৎ জিবরান খান। ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটিতে চিফ অ্যাসিস্টান্ট ডিরেক্টর হিসেবে কাজ করলেন জিবরান।

০৩ ১০
সানা সইদ- অনেক বড় হয়ে গিয়েছেন ‘কুছ কুছ হোতা হ্যয়’-এর সেই ছোট্ট অঞ্জলি। তবে সেই অঞ্জলি অর্থাৎ সানা সইদ এখন অনেকটাই বড় হয়ে গিয়েছেন। বড় হয়ে  ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’, ‘মুন্না মাইকেল’ ছাড়াআরও বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন সানা।

সানা সইদ- অনেক বড় হয়ে গিয়েছেন ‘কুছ কুছ হোতা হ্যয়’-এর সেই ছোট্ট অঞ্জলি। তবে সেই অঞ্জলি অর্থাৎ সানা সইদ এখন অনেকটাই বড় হয়ে গিয়েছেন। বড় হয়ে  ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’, ‘মুন্না মাইকেল’ ছাড়াআরও বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন সানা।

০৪ ১০
পারজান দস্তুর- ‘কুছ কুছ হোতা হ্যয়’-এর পর দর্শকদের মন জিতে নিয়েছিলেন ছোট্ট সেই সর্দার। একটি বিজ্ঞাপনে সেই ছোট্ট ছেলেটার জিলিপি চাওয়ার ধরনেও মন ভরে গিয়েছিল দর্শকদের। ছোট্ট সেই ছেলের নাম পারজান দস্তুর। কিন্তু তার পর বহু দিন আর তাঁকে দেখা যায়নি।তবে ইদানিং বলিউডে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন পারজান।

পারজান দস্তুর- ‘কুছ কুছ হোতা হ্যয়’-এর পর দর্শকদের মন জিতে নিয়েছিলেন ছোট্ট সেই সর্দার। একটি বিজ্ঞাপনে সেই ছোট্ট ছেলেটার জিলিপি চাওয়ার ধরনেও মন ভরে গিয়েছিল দর্শকদের। ছোট্ট সেই ছেলের নাম পারজান দস্তুর। কিন্তু তার পর বহু দিন আর তাঁকে দেখা যায়নি।তবে ইদানিং বলিউডে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন পারজান।

০৫ ১০
হান্সিকা মতয়ানি- ‘কোই মিল গ্যায়া’ ছবির সেই ছোট্ট মেয়েটাই যে বড় হয়ে হিমেশ রেশমিয়ার হিরোইন হয়ে গিয়েছিলেন, তা কি জানতেন? তবে শুধু বলিউডেই নয়। পরবর্তী কালে বেশ কিছু তামিল ছবিতেও দেখা গিয়েছিল হান্সিকা মতয়ানিকে।

হান্সিকা মতয়ানি- ‘কোই মিল গ্যায়া’ ছবির সেই ছোট্ট মেয়েটাই যে বড় হয়ে হিমেশ রেশমিয়ার হিরোইন হয়ে গিয়েছিলেন, তা কি জানতেন? তবে শুধু বলিউডেই নয়। পরবর্তী কালে বেশ কিছু তামিল ছবিতেও দেখা গিয়েছিল হান্সিকা মতয়ানিকে।

০৬ ১০
অ্যাহসাস চান্না- ‘কভি অলবিদা না ক্যাহেনা’-র সেই ছোট্ট ছেলেটা কিন্তু আসলে ছেলে নয়। আদতে সে একটি মেয়ে। আর মেয়েটির নাম অ্যাহসাস চান্না। অ্যাহসাস বড় হওয়ার পরে বেশ কিছু বিজ্ঞাপন এবং কিছু মিউজিক ভিডিয়োতে দেখা গিয়েছিল তাকে। সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় অ্যাহসাস।

অ্যাহসাস চান্না- ‘কভি অলবিদা না ক্যাহেনা’-র সেই ছোট্ট ছেলেটা কিন্তু আসলে ছেলে নয়। আদতে সে একটি মেয়ে। আর মেয়েটির নাম অ্যাহসাস চান্না। অ্যাহসাস বড় হওয়ার পরে বেশ কিছু বিজ্ঞাপন এবং কিছু মিউজিক ভিডিয়োতে দেখা গিয়েছিল তাকে। সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় অ্যাহসাস।

০৭ ১০
আলি হাজি- ‘ফনা’ ছবিটির জন্য পপুলার হয়েছিলেন কাজলের সেই ছোট্ট ছেলেটা। যার নাম আলি হাজি। সেই আলি হাজি কিন্তু এখন অনেকটাই বড় হয়ে গিয়েছেন। বর্তমানে নিজের থিয়েটার কোম্পানি ক্লিন স্লেট স্টুডিওজের জন্য একের পর এক থিয়েটার করে যাচ্ছেন আলি হাজি।

আলি হাজি- ‘ফনা’ ছবিটির জন্য পপুলার হয়েছিলেন কাজলের সেই ছোট্ট ছেলেটা। যার নাম আলি হাজি। সেই আলি হাজি কিন্তু এখন অনেকটাই বড় হয়ে গিয়েছেন। বর্তমানে নিজের থিয়েটার কোম্পানি ক্লিন স্লেট স্টুডিওজের জন্য একের পর এক থিয়েটার করে যাচ্ছেন আলি হাজি।

০৮ ১০
অ্যাঞ্জেলিনা ইদনানি- ‘তা রা রাম পাম’ ছবিটিতে প্রিন্সেসের ভূমিকায় দেখা গিয়েছিল অ্যাঞ্জেলিনা ইদনানিকে। তাঁর অভিনয় বেশ পছন্দ হয়েছিল দর্শকদের। বর্তমানে অ্যাঞ্জেলিনা ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করছেন।

অ্যাঞ্জেলিনা ইদনানি- ‘তা রা রাম পাম’ ছবিটিতে প্রিন্সেসের ভূমিকায় দেখা গিয়েছিল অ্যাঞ্জেলিনা ইদনানিকে। তাঁর অভিনয় বেশ পছন্দ হয়েছিল দর্শকদের। বর্তমানে অ্যাঞ্জেলিনা ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করছেন।

০৯ ১০
অথিত নায়িক-‘কাল হো না হো’ ছবিতে প্রতিবন্ধী এক শিশুর ভূমিকায় দেখা গিয়েছিল অথিত নায়িককে। পরে ফিলিপাইনসে ফিল্ম মেকিং নিয়ে পড়তে যান অথিত। খুব সম্প্রতি নিজের শর্ট ফিল্ম নিয়ে কানসে গিয়েছিলেন অথিত।

অথিত নায়িক-‘কাল হো না হো’ ছবিতে প্রতিবন্ধী এক শিশুর ভূমিকায় দেখা গিয়েছিল অথিত নায়িককে। পরে ফিলিপাইনসে ফিল্ম মেকিং নিয়ে পড়তে যান অথিত। খুব সম্প্রতি নিজের শর্ট ফিল্ম নিয়ে কানসে গিয়েছিলেন অথিত।

১০ ১০
অভিষেক শর্মা-‘কহো না প্যায়ার হ্যায়’ ছবিতে হৃত্বিক রোশনের ছোট্ট ভাই অমিতকে মনে আছে? তাঁর আসল নাম অভিষেক শর্মা। আজকাল বেশ কিছু টিভি সিরিয়ালে তাঁকে দেখা যায়।হিট সিরিয়াল ‘মিলে যব হাম তুম’-এ তাঁকে দেখা গিয়েছিল।

অভিষেক শর্মা-‘কহো না প্যায়ার হ্যায়’ ছবিতে হৃত্বিক রোশনের ছোট্ট ভাই অমিতকে মনে আছে? তাঁর আসল নাম অভিষেক শর্মা। আজকাল বেশ কিছু টিভি সিরিয়ালে তাঁকে দেখা যায়।হিট সিরিয়াল ‘মিলে যব হাম তুম’-এ তাঁকে দেখা গিয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE