Advertisement
১৮ মে ২০২৪

পো-কাহিনির ভাষ্যে ক্রিস্টোফার লি

কাউন্ট ড্রাকুলার চরিত্রে তিনি অবিস্মরণীয়। সেখান থেকে ‘লর্ড অফ দ্য রিংস’-এর প্রধান খলনায়কের চরিত্র— ক্রিস্টোফার লি-র দীর্ঘ অভিনয় জীবনে গা ছমছমে খলনায়কের ভূমিকার কখনও অভাব হয়নি। ৯৩ বছর বয়সে প্রয়াণের পরেও সেই ভূমিকার ছায়া দীর্ঘ হয়ে রইল হলিউডে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২১ জুন ২০১৫ ০০:০০
Share: Save:

কাউন্ট ড্রাকুলার চরিত্রে তিনি অবিস্মরণীয়। সেখান থেকে ‘লর্ড অফ দ্য রিংস’-এর প্রধান খলনায়কের চরিত্র— ক্রিস্টোফার লি-র দীর্ঘ অভিনয় জীবনে গা ছমছমে খলনায়কের ভূমিকার কখনও অভাব হয়নি। ৯৩ বছর বয়সে প্রয়াণের পরেও সেই ভূমিকার ছায়া দীর্ঘ হয়ে রইল হলিউডে। ‘হরর’ ছবির বিখ্যাত পরিচালক গুয়ের্মো দেল তোরো, রজার কোরম্যান এবং অভিনেতা জুলিয়ান স্যান্ডসের সঙ্গে ‘একস্ট্রা অর্ডিনারি টেলস’ নামের একটি অ্যানিমেশন ছবিতে থাকছেন ক্রিস্টোফার লি-ও। আধুনিক রোমাঞ্চ গল্পের জন্মদাতা, ১৯ শতকের মার্কিন লেখক এডগার অ্যালান পো-র কয়েকটি গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘একস্ট্রা অর্ডিনারি টেলস’। ‘দ্য টেল টেল হার্ট’, ‘দ্য পিট অ্যান্ড দ্য

পেন্ডুলাম’, ‘দ্য মাস্ক অফ দ্য রেড ডেথ’ ইত্যাদি কয়েকটি কাহিনি নিয়ে এই অ্যান্থোলজি-ছবিটি পরিচালনা করছেন ‘লায়ন কিং’-এর অ্যানিমেটর রাউল গার্থিয়া। এর মধ্যে ‘দ্য টেল টেল হার্ট’-এর রেকর্ডিং করে গিয়েছিলেন ক্রিস্টোফার লি। আশা করা হচ্ছে, অক্টোবরের ১০ তারিখে আবার শোনা যাবে ক্রিস্টোফার লি-র অনবদ্য কণ্ঠস্বর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE