এ যেন রাজায় রাজায় যুদ্ধ!
ভারতীয় সিনেমার ইতিহাসে বক্স অফিসে এত দিনের সব রেকর্ড ভেঙে দিয়েছে ‘বাহুবলী: দ্য কনক্লুশান’। ইতিমধ্যেই ১৫০০ কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে এস এস রাজামৌলি পরিচালিত ছবিটি। এ বার তাকেই পাল্লা দিচ্ছে আমির খানের ‘দঙ্গল’!
আরও পড়ুন, ‘শাব’-এর ট্রেলারে কেমন লাগল অর্পিতাকে?
মাত্র ১৯ দিন আগে চিনে মুক্তি পেয়েছে ‘দঙ্গল’। সে দেশ থেকে আয় ৭৫৩ কোটি টাকা। ট্রেড অ্যানালিস্ট রমেশ বালার দাবি, বিশ্ব জুড়ে এখনও পর্যন্ত ‘দঙ্গল’-এর বক্স অফিস কালেকশন ১৫২৩ কোটি টাকা। সব মিলিয়ে এখনও পর্যন্ত ‘বাহুবলী ২’-এর আয় ১৫৬৫ কোটি টাকা। ফলে আমিরি ‘দঙ্গল’ যে ‘বাহুবলী’র সঙ্গে পাঞ্জা লড়তে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তা বলাই যায়।
বিশেষজ্ঞদের মতে ‘বাহুবলী’র ১৬০০ কোটি টাকা পর্যন্ত আয় করার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে ‘দঙ্গল’ সেই বেঞ্চমার্ক পেরিয়ে যেতে পারে যে কোনও দিন। চিনে ‘দঙ্গল’ ভাল ব্যবসা করার পর এখন সেই পথে হাঁটতে চলেছে ‘বাহুবলী’ও। ইন্ডাস্ট্রি সূত্রে খবর আগামী জুলাইতে চিনে মুক্তি পাবে ছবিটি। সে ক্ষেত্রে ফের উল্টে যেতে পারে পাশার দান। ₹ ₹
The race is truly on for The No.1 Indian Blockbuster at the WW BO
— Ramesh Bala (@rameshlaus) May 21, 2017
As of May 20th, 2017#Baahubali2 - ₹ 1,538 Crs #Dangal - ₹ 1,418 Crs pic.twitter.com/XrYBgI9Es1
বিশেষজ্ঞদের মতে ‘বাহুবলী’র ১৬০০ কোটি টাকা পর্যন্ত আয় করার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে ‘দঙ্গল’ সেই বেঞ্চমার্ক পেরিয়ে যেতে পারে যে কোনও দিন। চিনে ‘দঙ্গল’ ভাল ব্যবসা করার পর এখন সেই পথে হাঁটতে চলেছে ‘বাহুবলী’ও। ইন্ডাস্ট্রি সূত্রে খবর আগামী জুলাইতে চিনে মুক্তি পাবে ছবিটি। সে ক্ষেত্রে ফের উল্টে যেতে পারে পাশার দান।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy