Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ট্রেলার লঞ্চে আবেগপ্রবণ হয়ে পড়লেন দীপিকা

ট্রেলার লঞ্চের জন্য বিশ্ব মানবাধিকার দিবসের চেয়ে উপযুক্ত সময় আর হতে পারত না।

ট্রেলার লঞ্চে

ট্রেলার লঞ্চে

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯ ০০:৩০
Share: Save:

নিজের মুখ আয়নায় দেখে চিৎকার করে ওঠে মেয়েটি। অ্যাসিডে দগ্ধ মুখ-নাক-কানে কোথায় কাজল লাগাবে কিংবা কোথায় ঝুমকো পরবে, বুঝে পায় না মালতী। আসল নামটা, লক্ষ্মী আগরওয়াল। যে নাম এতদিনে অনেকেই জেনে গিয়েছেন মেয়েটির হার-না-মানা লড়াইয়ের সাক্ষী হয়ে। বড় পর্দায় সেই মেয়েটির গল্পই বলতে আসছে টিম ‘ছপাক’। ছবির মুখ দীপিকা পাড়ুকোন। ট্রেলার লঞ্চে এসে নিজেকে ধরে রাখতে পারলেন না অভিনেত্রী।

ট্রেলার লঞ্চের জন্য বিশ্ব মানবাধিকার দিবসের চেয়ে উপযুক্ত সময় আর হতে পারত না। অ্যাসিড অ্যাটাক ভিক্টিম লক্ষ্মীর অধিকারের লড়াই নিয়ে ছবি বানিয়েছেন মেঘনা গুলজ়ার। এ দিনের অনুষ্ঠানেই দীপিকা আর সকলের সঙ্গে প্রথম বার দেখেন ট্রেলার এবং আবেগপ্রবণ হয়ে পড়েন। তাঁর হাতে মাইক তুলে দেওয়া হলে কান্নাবোজা গলায় দীপিকা বলেন, ‘‘ফলাফল যা-ই হোক, আমার কেরিয়ারের সবচেয়ে স্পেশ্যাল ছবি হয়ে থেকে যাবে ‘ছপাক’। পুরো জার্নিটার সঙ্গে ইমোশনালি ভীষণ ভাবে জড়িয়ে গিয়েছিলাম।’’ আর এক অভিনেতা বিক্রান্ত মেসির বক্তব্যে উঠে আসে ছবির প্রাসঙ্গিকতা, ‘‘সিনেমায় বিনোদনের মাধ্যমে যে বার্তা দিতে চেষ্টা করেছি আমরা, আশা করি সেটা সকলের কাছে পৌঁছবে এবং এ বিষয়ে সিরিয়াস চর্চা শুরু হবে। যেটা এই সময়ে দাঁড়িয়ে সত্যিই খুব প্রয়োজনীয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Deepika Padukone Chhapak
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE