Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Entertainment News

অটিজম আক্রান্ত শিশুদের জন্য অভিনয় করছেন দেবলীনা

অটিজমে আক্রান্ত শিশুদের নিয়ে একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি পরিচালনা করছেন শৌর্য দেব। সেখানেই প্রধান ভূমিকায় রয়েছেন দেবলীনা।

দেবলীনা কুমার।

দেবলীনা কুমার।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮ ১৭:৪৫
Share: Save:

পরনে নীল শাড়ি। পর পর সাজানো রয়েছে ব্রাউন পেপারের মলাট দেওয়া স্কুলের খাতা। আর তিনি অর্থাত্ অভিনেত্রী দেবলীনা কুমার চেয়ারে বসে খাতা দেখছেন।

হঠাত্ অভিনেত্রীর এই সাজ কেন? এ ছবি যে রিল লাইফের তা দেবলীনা স্পষ্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

আসলে অটিজমে আক্রান্ত শিশুদের নিয়ে একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি পরিচালনা করছেন শৌর্য দেব। সেখানেই প্রধান ভূমিকায় রয়েছেন দেবলীনা।

দেবলীনা শেয়ার করলেন, ‘‘এরকম বাচ্চাদের সঙ্গে আগে কাজ করিনি। সামনে থেকে দেখিওনি। আমাকে প্রথমেই বলা হয়েছিল ধৈর্য রাখতে। কয়েকজন লাউড। বাকিরা নর্মাল। অনেকক্ষণ কথা না বললে বোঝা যাবে না ওদের কোনও সমস্যা রয়েছে। পরিচালকের ‘হামি’ দেখে পছন্দ হয়েছিল। তার পরই আমার কথা ভাবে। এখানে আমি টিচার। টিচার-স্টুডেন্ট রিলেশনশিপই দেখানো হয়েছে।’’

আরও পড়ুন, ‘উত্সব’ নিয়ে ফিরছেন ঋতুপর্ণা…

১৫ মিনিটের এই ছবিটি ইন্ডিয়ান অটিজম সেন্টারের প্রজেক্ট। তাদের দাবি, ভারতে প্রতি ৬৮জন শিশুর একজন অটিজমে আক্রান্ত। ফলে তাদের নিয়ে ভাবনা থেকেই এক নতুন উদ্যোগ। দিন কয়েকের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় মুক্তি পাবে এই ছবি।

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE