Advertisement
E-Paper

পরিচালনার পর এ বার প্রযোজনাও করবেন দিবাকর

পরিচালনার সঙ্গে সঙ্গে এ বার ছবি প্রযোজনাও করছেন দিবাকর বন্দ্যোপাধ্যায়। কানু বহেলের ছবি ‘তিতলি’ প্রযোজনা করছেন তিনি। অসাধারণ গল্পের জন্যই ‘তিতলি’ করতে রাজি হয়েছেন দিবাকর।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৫ ০০:০০

পরিচালনার সঙ্গে সঙ্গে এ বার ছবি প্রযোজনাও করছেন দিবাকর বন্দ্যোপাধ্যায়। কানু বহেলের ছবি ‘তিতলি’ প্রযোজনা করছেন তিনি। অসাধারণ গল্পের জন্যই ‘তিতলি’ করতে রাজি হয়েছেন দিবাকর। কিন্তু ছবির চিত্রনাট্য যখন এতটাই ভাল, তখন নিজে পরিচালনা না-করে শুধুমাত্র প্রযোজকের দায়িত্ব পালন করছেন কেন? প্রশ্নের উত্তরে দিবাকর জানান, এ ছবির জন্য কানু বহেল-ই সঠিক পরিচালক। দিবাকরের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক এই পরিচালকের। ‘লাভ, সেক্স অউর ধোঁকা’-র চিত্রনাট্য লিখেছিলেন কানু। এ ছাড়াও দিবাকরের পরিচালনায় ‘ওয়ে লাকি, লাকি ওয়ে’ এবং শরদ কাটারিয়ার পরিচালনায় ‘দম লাগাকে হাইসা’ ছবিতে সহ-পরিচালক হিসেবে কাজ করেছেন কানু বহেল। তাই এই পরিচালকের ‘ট্যালেন্ট’ ও ‘স্কিল’ নিয়ে যথেষ্টই কনফিডেন্ট দিবাকর বন্দ্যোপাধ্যায়।

Dibakar Banerjee Kanu Behl Oye Lucky! Lucky Oye Love Sex Aur Dhoka Dum Laga Ke Haisha Sharat Katariya
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy