তাঁর মৃত্যুর কারণ আজও রহস্যে মোড়া। বিয়ের এক বছরের মাথায় ১৯ বছরের দিব্যা ভারতী কি খুন হয়েছিলেন? মুম্বইয়ে দশতলার ফ্ল্যাট থেকে কী ভাবে নীচে পড়ে গেলেন জনপ্রিয় অভিনেত্রী? প্রযোজক স্বামী সাজিদ নাদিওয়াদওয়ালাই কি তাঁর মৃত্যুর জন্য দায়ী? হরেক প্রশ্ন আজও ঘুরে বেড়ায় বলিউডের অলিগলিতে। কিন্তু জানেন কি, সাজিদের সঙ্গে বিয়ের কথা নিজের বাবার কাছেই গোপন রেখেছিলেন দিব্যা?
কিশোরী দিব্যা তাঁর একরাশ লাবণ্য, মিষ্টি হাসি, দক্ষ অভিনয় দিয়ে সহজেই জায়গা করে নিয়েছিলেন দর্শকের মনে। ১৯৯০ সালে তেলুগু ছবি ‘ববিলি রাজা’য় শুরু ষোড়শী দিব্যার। বলিউডে পা রাখলেন ১৯৯২-এ, ‘বিশ্বাত্মা’ ছবিতে। তিন বছরের ঝলমলে কেরিয়ারে ‘দিওয়ানা’, ‘শোলাহ অউর শবনম’, ‘রং’, ‘দিল কা কয়া কসুর’-এর মতো জনপ্রিয় ছবি। অকালমৃত্যুর আগে পর্যন্ত একুশটি ছবিতে কাজ করেছেন। শোনা যায়, আরও অন্তত তিরিশটি ছবিতে কাজ করার কথা ছিল দিব্যার। সেই সময়ের বলিউডের নিরিখে সবচেয়ে বেশি পারিশ্রমিকের তালিকাতেও ছিল তাঁর নাম।