Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৭ নভেম্বর ২০২১ ই-পেপার

বিনোদন

#মিটু কাণ্ডে অমিতাভকে কাঠগড়ায় তুলেছেন, কে ইনি?

নিজস্ব প্রতিবেদন
১৩ অক্টোবর ২০১৮ ১৮:২৯
#মিটু কাণ্ডে অমিতাভ বচ্চনকে কাঠগড়ায় তুলেছেন ইনি। হেয়ার স্টাইলিস্ট স্বপ্না ভবনানী। কিন্তু কে ইনি? গ্যালারিতে জেনে নিন ওঁর আসল পরিচয়।

পেশায় হেয়ার স্টাইলিস্ট স্বপ্না লিখতে ভালবাসেন। ছবি তোলেন। এমনকি বেশ কিছু সিনেমায় অভিনয়ও করেছেন।
Advertisement
সিন্ধ্রি পরিবারে জন্ম স্বপ্নার। ছাত্রী হিসেবে তুখোড় ছিলেন। টিনএজ থেকে একাই মুম্বইতে থাকতে শুরু করেন।

মহেন্দ্র সিংহ ধোনির মতো খেলোয়াড় এবং জন আব্রাহাম, রণবীর সিংহের মতো বলিউড তারকাদের হেয়ার স্টাইল করেন স্বপ্না।
Advertisement
২০১০ থেকে মুম্বইতে নিজের প্রোডাকশন হাউজ চালান স্বপ্না। মিউজিক ভিডিয়ো, শর্ট ফিল্ম প্রযোজনা করেন তিনি।

‘প্যায়ার কা সাইড এফেক্টস’, ‘আগলি অউর পাগলি’র মতো সিনেমায় অভিনয়ও করেছেন।  কৈলাস খেরের সঙ্গে মিউজিক ভিডিয়োও করেছেন তিনি।

২০১২-এ ‘বিগ বস ৬’-এ অংশ নেন স্বপ্না। ৯০ দিন ওই রিয়ালিটি শো-এ ছিলেন তিনি। বহু বিতর্কের জন্ম দিয়েছিলেন।

ব্যক্তিগত জীবনে স্বপ্না দাবি করেন তিনি অবিবাহিত। কিন্তু শোনা যায়, এক জার্মান পুরুষকে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু সেই দাম্পত্য দীর্ঘস্থায়ী হয়নি।