Do you know these facts about Big Boss 11 contestant Akash Dadlani? dgtl
Akash Dadlani
কলেজ থেকে বের করে দেওয়া হয়েছিল ‘বিগ বস’ হাউসের আকাশকে!
সলমন খান তাঁকে বলেন ‘খানদান কা চিরাগ’। তাঁর আদপকায়দায় ‘বিগ বস’ হাউসের বাকি প্রতিযোগীদের থেকে আমজনতা সকলেই হেসে লুটোপুটি।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৭ ০৯:৪৩
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৮
সলমন খান তাঁকে বলেন ‘খানদান কা চিরাগ’। তাঁর আদপকায়দায় ‘বিগ বস’ হাউসের বাকি প্রতিযোগীদের থেকে আমজনতা সকলেই হেসে লুটোপুটি। আপাতত এই ‘বিগ বস’ সিজনের এক জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন র্যাপার আকাশ দদলানি। জেনে নেওয়া যাক, আকাশ সম্পর্কে কিছু অজানা তথ্য।
০২০৮
আকাশের জন্ম ভারতে, কিন্তু পড়াশোনার সূত্রে দীর্ঘদিন ধরে আমেরিকায় থেকেছেন আকাশ। আমেরিকায় রোনাল্ড রিগ্যাল হাই স্কুলে পড়াশোনা শুরু করেন আকাশ। তার পর নর্থ ক্যারোলিনার অ্যালবেমারলে হাই স্কুলে পড়েন এই র্যাপার।
০৩০৮
কলেজে পড়ার সময় থেকেই বিতর্ক দানা বাঁধতে থাকে আকাশকে নিয়ে। এমনকী, একসময় কলেজ থেকে বের পর্যন্ত করে দেওয়া হয় আকাশকে। আর তারপরই মুম্বইয়ের এক কলেজে এসে পড়াশোনা শুরু করেন আকাশ।
০৪০৮
‘বিগ বস’ হাউসে আকাশ দাবি করেছিলেন যে তিনি বলিউডের সঙ্গীত পরিচালক বিশাল দদলানির এক দূর সম্পর্কের আত্মীয়। যদিও এই কথা অস্বীকার করেন বিশাল। তবে গায়ক সুখবিন্দর সিংহের সঙ্গে বেশ কিছু শো’তে গান গাইতে দেখা গিয়েছে আকাশকে।
০৫০৮
‘মিট ব্রাদার্স’ এর সঙ্গে একটি হিন্দি ছবিতে র্যাপ গেয়েছেন আকাশ। ‘রয়’ ছবিটতে ‘চিটিয়া কলাইয়া’ গানের মধ্যে যে র্যাপটি রয়েছে, সেটি আকাশের গাওয়া।
০৬০৮
তবে র্যাপ গাওয়ার আগে টেনিস কোর্টেই বেশি দেখা মিলত আকাশের। ২০০৯ সালে ১৬ বছর বয়সে টেক্সাসে স্টেট লেভেল চ্যাম্পিয়নশিপ খেতাব জেতেন আকাশ দদলানি।
০৭০৮
২৪ বছর বয়সে এসে আকাশ ঠিক করেন যে তিনি একজন র্যাপার হতে চান। তখনও তিনি টেনিসের সঙ্গেই যুক্ত ছিলেন। কিন্তু খুব শীঘ্রই নিজের প্ল্যান বদলে ফেলেন এই র্যাপার।
০৮০৮
আরেকটি রিয়্যালিটি শো’তেও দেখা গিয়েছিল আকাশকে। ‘সুপার ডিউড’ নামের রিয়্যালিটি শো’টিও সেই সময় বেশ জনপ্রিয় হয়েছিল।