টালিগঞ্জে চলচ্চিত্র প্রযোজকদের সংগঠনে শাসক দলের ‘ঘনিষ্ঠ’ লবি-র জেদই বহাল থাকল।
মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের নেতৃত্বাধীন সিনেমার কলাকুশলীদের সংগঠন ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়া-র জুলুমবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াতে আগামী ২৫ জুলাই ধর্মঘটের ডাক দিয়েছিল প্রযোজক-পরিবেশকদের সংগঠন ইম্পা (ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার অ্যাসোসিয়েশন)। বেশির ভাগ প্রযোজক এই ধর্মঘট সমর্থন করলেও ইম্পা-র সভাপতি প্রভাবশালী প্রযোজক শ্রীকান্ত মোহতা কিন্তু এই ধর্মঘটের বিরোধিতা করে আসছিলেন।
শনিবার ইম্পা-র সচিব আশিস বন্দ্যোপাধ্যায়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘‘রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস নিজে ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্কট দূর করতে উদ্যোগী হয়েছেন। এটা মাথায় রেখেই জরুরি ভিত্তিতে ডাকা এক্সিকিউটিভ কমিটির বৈঠকে প্রযোজকদের ধর্মঘট তুলে নেওয়া হল।’’ শ্রীকান্ত আগেই বলে আসছিলেন, ফেডারেশন ও প্রযোজকদের শর্ত নিয়ে যখন আলোচনা চলছে, তখন ইম্পা-র ধর্মঘট ডাকার মানে হয়নি। এ দিন নিজে বৈঠকে ছিলেন তিনি। শ্রীকান্তের সঙ্গে যোগাযোগ করা যায়নি।