Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Kriti Sanon

বাবা সিএ, মা অধ্যাপিকা, ‘পারফেক্ট ফিগার’-এর বলি নায়িকা নাকি হোমব্রেকার!

‘বরেলী কী বরফি’ আর ‘লুকা ছুপি’ দুটোই ছোট শহরের গল্প। এই ছোট শহরের গল্পের নায়িকা কিন্তু বড় হয়েছেন দেশের রাজধানীতে।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১০ মে ২০১৯ ১২:০৭
Share: Save:
০১ ১৬
‘বরেলী কী বরফি’ আর ‘লুকা ছুপি’ দুটোই ছোট শহরের গল্প। এই ছোট শহরের গল্পের নায়িকা কিন্তু বড় হয়েছেন দেশের রাজধানীতে।

‘বরেলী কী বরফি’ আর ‘লুকা ছুপি’ দুটোই ছোট শহরের গল্প। এই ছোট শহরের গল্পের নায়িকা কিন্তু বড় হয়েছেন দেশের রাজধানীতে।

০২ ১৬
কাজ চলছে আশুতোষ গোয়ারিকরের সঙ্গে। পানিপথ। মুক্তি পাবে খুব তাড়াতাড়িই। স্বামী সদাশিব রাওয়ের সঙ্গে যুদ্ধে ছায়াসঙ্গীর মতো ছিলেন পার্বতী বাঈ। পার্বতী বাঈয়ের চরিত্রেই দেখা যাবে এই পঞ্জাবি তরুণীকে। হাউসফুল ৪ ছবিতে কাজ করছেন কৃতি। সঙ্গে রয়েছেন নওয়াজউদ্দিনও।

কাজ চলছে আশুতোষ গোয়ারিকরের সঙ্গে। পানিপথ। মুক্তি পাবে খুব তাড়াতাড়িই। স্বামী সদাশিব রাওয়ের সঙ্গে যুদ্ধে ছায়াসঙ্গীর মতো ছিলেন পার্বতী বাঈ। পার্বতী বাঈয়ের চরিত্রেই দেখা যাবে এই পঞ্জাবি তরুণীকে। হাউসফুল ৪ ছবিতে কাজ করছেন কৃতি। সঙ্গে রয়েছেন নওয়াজউদ্দিনও।

০৩ ১৬
বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। মা দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বাবা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। এমন পরিবার থেকে অভিনয়ে আসার কথা ভাবেননি কখনও।

বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। মা দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বাবা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। এমন পরিবার থেকে অভিনয়ে আসার কথা ভাবেননি কখনও।

০৪ ১৬
নয়ডার জেপি ইনস্টিটিউশন অব ইনফরমেশন টেকনোলজি থেকে বি.টেক পাশ করেন কৃতি।

নয়ডার জেপি ইনস্টিটিউশন অব ইনফরমেশন টেকনোলজি থেকে বি.টেক পাশ করেন কৃতি।

০৫ ১৬
কলেজে থাকতেই মডেলিং করতেন। সঙ্গে ছিল অসংখ্য বিজ্ঞাপনী ছবির কাজ। সেখান থেকেই বলিউডে প্রবেশ করেন এই নায়িকা।

কলেজে থাকতেই মডেলিং করতেন। সঙ্গে ছিল অসংখ্য বিজ্ঞাপনী ছবির কাজ। সেখান থেকেই বলিউডে প্রবেশ করেন এই নায়িকা।

০৬ ১৬
২০১৪ সালে ‘হিরো পান্তি’ ছবি দিয়ে বলিউডে ডেবিউ হয় তাঁর। এ ছাড়াও তেলুগু ছবি ‘নেনক কাদিনে’-তেও অভিনয় করেছেন তিনি একই সময়ে। তাও আবার মহেশ বাবুর বিপরীতে।

২০১৪ সালে ‘হিরো পান্তি’ ছবি দিয়ে বলিউডে ডেবিউ হয় তাঁর। এ ছাড়াও তেলুগু ছবি ‘নেনক কাদিনে’-তেও অভিনয় করেছেন তিনি একই সময়ে। তাও আবার মহেশ বাবুর বিপরীতে।

০৭ ১৬
সুগন্ধী বা পারফিউমের মারাত্মক শখ রয়েছে নায়িকার।

সুগন্ধী বা পারফিউমের মারাত্মক শখ রয়েছে নায়িকার।

০৮ ১৬
শাস্ত্রীয় নৃত্যে দক্ষতা রয়েছে এই নায়িকার। অবসর সময়ে নাচ ছাড়াও রান্না করতে, কবিতা লিখতে পছন্দ করেন তিনি।

শাস্ত্রীয় নৃত্যে দক্ষতা রয়েছে এই নায়িকার। অবসর সময়ে নাচ ছাড়াও রান্না করতে, কবিতা লিখতে পছন্দ করেন তিনি।

০৯ ১৬
বোন নূপুরের সঙ্গে গান করতেও বেশ পছন্দ করেন তিনি। বিজ্ঞাপনী ছবিতেও অভিনয় করেছেন একসঙ্গে।

বোন নূপুরের সঙ্গে গান করতেও বেশ পছন্দ করেন তিনি। বিজ্ঞাপনী ছবিতেও অভিনয় করেছেন একসঙ্গে।

১০ ১৬
অক্ষয় কুমারের সঙ্গে ‘সিং ইজ ব্লিং’-এ অভিনয় করার কথা ছিল তাঁর, কিন্তু পরে ছবির কাজ ছেড়ে দেন তিনি।

অক্ষয় কুমারের সঙ্গে ‘সিং ইজ ব্লিং’-এ অভিনয় করার কথা ছিল তাঁর, কিন্তু পরে ছবির কাজ ছেড়ে দেন তিনি।

১১ ১৬
বলি ইন্ডাস্ট্রিতে তিনি সবচেয়ে বড় অনুরাগী সলমন খানের, কৃতি বলেন এমনটাই। কারণ ভাইজানের এক ছবি একাধিকবার দেখেন যে।

বলি ইন্ডাস্ট্রিতে তিনি সবচেয়ে বড় অনুরাগী সলমন খানের, কৃতি বলেন এমনটাই। কারণ ভাইজানের এক ছবি একাধিকবার দেখেন যে।

১২ ১৬
অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে অঙ্কিতা লোখাণ্ডের সঙ্গে ব্রেকআপের কারণ হিসেবে কৃতি শ্যাননের সঙ্গে সুশান্তের ঘনিষ্ঠতার কথা বলা হচ্ছিল। ‘রাবতা’ ছবিতে কৃতি আর সুশান্তর চুমুর দৃশ্য নিয়ে বিতর্কও তৈরি হয়।

অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে অঙ্কিতা লোখাণ্ডের সঙ্গে ব্রেকআপের কারণ হিসেবে কৃতি শ্যাননের সঙ্গে সুশান্তের ঘনিষ্ঠতার কথা বলা হচ্ছিল। ‘রাবতা’ ছবিতে কৃতি আর সুশান্তর চুমুর দৃশ্য নিয়ে বিতর্কও তৈরি হয়।

১৩ ১৬
অনেক দিন ধরেই কৃতি এবং সুশান্ত সিংহ রাজপুতের সম্পর্ক নিয়ে গুঞ্জন রয়েছে বলিউডে। দু’জনে মুখে স্পষ্ট করে সম্পর্কের কথা না বললেও একসঙ্গে ঘোরেন ফেরেন, পাপারাৎজ়ি ছবি তুলতে এলে বাধাও দেন না। 

অনেক দিন ধরেই কৃতি এবং সুশান্ত সিংহ রাজপুতের সম্পর্ক নিয়ে গুঞ্জন রয়েছে বলিউডে। দু’জনে মুখে স্পষ্ট করে সম্পর্কের কথা না বললেও একসঙ্গে ঘোরেন ফেরেন, পাপারাৎজ়ি ছবি তুলতে এলে বাধাও দেন না। 

১৪ ১৬
সামাজিক কাজকর্মেও যুক্ত কৃতি। মরণোত্তর অঙ্গদানে উৎসাহী নায়িকা বলেছেন, ‘‘বহু বছর ধরেই এই সিদ্ধান্তের কথা ভেবেছি। নিজের চোখ দিয়ে গোটা বিশ্বকে দেখতে পাওয়াই ঈশ্বরের সবচেয়ে বড় উপহার। আমার চোখ দিয়েও যেন কেউ পৃথিবীর আলো দেখতে পান।’’

সামাজিক কাজকর্মেও যুক্ত কৃতি। মরণোত্তর অঙ্গদানে উৎসাহী নায়িকা বলেছেন, ‘‘বহু বছর ধরেই এই সিদ্ধান্তের কথা ভেবেছি। নিজের চোখ দিয়ে গোটা বিশ্বকে দেখতে পাওয়াই ঈশ্বরের সবচেয়ে বড় উপহার। আমার চোখ দিয়েও যেন কেউ পৃথিবীর আলো দেখতে পান।’’

১৫ ১৬
বিতর্ককে ভয় পান না, ভয় নেই ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়েও। অনুরাগীরা ‘পারফেক্ট ফিগার’-এর নায়িকা বলে ডাকলেও মিষ্টি খেতেও বেশ পছন্দ করেন তিনি।

বিতর্ককে ভয় পান না, ভয় নেই ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়েও। অনুরাগীরা ‘পারফেক্ট ফিগার’-এর নায়িকা বলে ডাকলেও মিষ্টি খেতেও বেশ পছন্দ করেন তিনি।

১৬ ১৬
সম্প্রতি একটি ট্যাক্সিডার্মি করা জিরাফের সঙ্গে ফটোশুট নিয়ে বিতর্কে জড়ান তিনি। মৃত প্রাণীর চামড়া ব্যবহার করে বিশেষ কৌশলে তার মধ্যে জীবন্ত রূপ ফুটিয়ে তোলাই হচ্ছে ট্যাক্সিডার্মি। বিতর্ক হয় বিছানার চাদর জড়িয়ে ফটোশুট ঘিরেও।

সম্প্রতি একটি ট্যাক্সিডার্মি করা জিরাফের সঙ্গে ফটোশুট নিয়ে বিতর্কে জড়ান তিনি। মৃত প্রাণীর চামড়া ব্যবহার করে বিশেষ কৌশলে তার মধ্যে জীবন্ত রূপ ফুটিয়ে তোলাই হচ্ছে ট্যাক্সিডার্মি। বিতর্ক হয় বিছানার চাদর জড়িয়ে ফটোশুট ঘিরেও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE