মাঝে স্বস্তিকা মুখোপাধ্যায় নাকি একটি ছবি ভাগ করে নিয়েছিলেন। হাতখোঁপা, গয়না পরা, দামি শাড়িতে সেজে ওঠা এক নারী। সেই ছবি দেখেই গুঞ্জন শুরু হয়েছিল। নতুন কোনও চরিত্রে কি দেখা দিচ্ছেন অভিনেত্রী?
খবর, ছবি নিয়ে আলোচনা শুরু হতেই সেটি নাকি সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলেন স্বস্তিকা। তাতে আলোচনা বেড়েছে বই কমেনি।
সেই আলোচনা থেকে জানা গিয়েছে একাধিক তথ্য। ‘মৃগয়া’ ছবির পরিচালক অভিরূপ ঘোষ জি৫ ওয়েব প্ল্যাটফর্মের জন্য একটি রহস্য-রোমাঞ্চ সিরিজ় বানিয়েছেন। সিরিজ়ের নাম ‘কালী পটকা’। সেখানে চার বস্তিবাসিনীর কথা বলবেন পরিচালক। চার জনেই প্রতি মুহূর্তে লড়াই করতে করতে এগিয়ে গিয়েছেন। আচমকা তাঁরা এক অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন। এই চার নারীর অন্যতম স্বস্তিকা। খবর, চরিত্রের সঙ্গে মিশে যেতে বিশেষ প্রশিক্ষণে যোগ দিয়েছিলেন তিনি। রপ্ত করেছেন বিশেষ এলাকার ভাষা। রূপটানের সাহায্যে উজ্জ্বল ত্বক হালকা শ্যামলা। পরিচালকের নির্দেশে টানা বস্তিতে শুটিং করেছেন।
জানা গিয়েছে নারীকেন্দ্রিক সিরিজ়, ভিন্ন স্বাদের চরিত্রই নাকি টেনেছে স্বস্তিকাকে। দীর্ঘ সময় কাজের পরেও নিজেকে প্রতি মুহূর্তে ভাঙতে ভালবাসেন। সেই জায়গা থেকেই তিনি অভিরূপের পরিচালনায় কাজ করতে রাজি। ইতিমধ্যেই শহরের নানা বস্তি অঞ্চল, বানতলায় শুটিং সেরেছেন। পর্দায় স্বস্তিকার বাকি তিন বন্ধু শ্রুতি দাস, শ্রেয়া ভট্টাচার্য, হিমিকা বোস। এ ছাড়াও দেখা যাবে অনির্বাণ চক্রবর্তী, বিমল গিরি, সৌমেন বোস, কৃষ্ণেন্দু দেওয়ানজিকে। পরিচালনার পাশাপাশি সিরিজ়ের কাহিনীকার অভিরূপ। বড়দিনের উৎসবের আমেজেই মুক্তি পেতে পারে সিরিজ়ের টিজ়ার। সিরিজ়টি ওয়েব প্ল্যাটফর্মে আসতে পারে নতুন বছরে।