গত ৭ নভেম্বর ভূমিষ্ঠ হয় ক্যাটরিনা কইফ ও ভিকি কৌশলের পুত্রসন্তান। সম্প্রতি চতুর্থ বিবাহবার্ষিকীর দিনে স্ত্রীর সঙ্গে ছবি দেন ভিকি। অভিনেত্রীর চেহারায় বদল নজরে পড়ে। নায়িকাসুলভ জেল্লা চোখে পড়ে না তেমন। ওজনও হয়তো খানিক বৃদ্ধি পেয়েছে। ছেলেকে নিয়েই রাতদিন কাটছে ক্যাটরিনার। তবে সম্প্রতি দিল্লি আসেন ভিকি। তাঁকেও যেন বাড়ি টানছে। কী বললেন অভিনেতা?
ছেলের জন্মের পর মুম্বই ছেড়ে কোথাও যাননি। পুরো সময়টা স্ত্রী ও পুত্রকেই দিচ্ছেন। সম্প্রতি দিল্লিতে একটি অনুষ্ঠানে এসে ভিকি জানান, বাড়িই যেন তাঁকে টানছে। ভিকির কথায়, ‘‘প্রতিটা দিন নতুন অনুভূতি। যা আগে কখনও হয়নি। এটা এমন একটা অনুভূতি যা ভাষায় প্রকাশ করা যায় না। যখন আমি এখানে উপস্থিত, সেই সময়টা মনে হচ্ছে পিছন থেকে কিছু একটা টানছে আমাকে। পুরো জগৎই বদলে যায় আসলে। সে-ই যেন এখন মধ্যমণি।’’
বিবাহবার্ষিকীর এক মাস আগেই পুত্রসন্তানের মা হয়েছেন ক্যাটরিনা। সে খবরও অনেক পরেই জানিয়েছিলেন তাঁরা। মায়ের জন্মমাসেই ছেলের বাবা হয়েছেন ভিকি, সেটা ছিল নায়কের কাছে বাড়তি উন্মাদনা। ভিকি বরাবরই সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি তাঁর মায়ের খুব কাছের। মায়ের জন্মমাসেই সন্তান এসেছে। তাই ভিকির অনুরাগীরা মনে করছেন, নভেম্বর মাসটা আরও বিশেষ হয়ে উঠবে কৌশল পরিবারের জন্য।