Advertisement
২০ এপ্রিল ২০২৪

‘হিরো ৪২০’ ঘিরে বাংলাদেশে নয়া বিতর্ক

অনেক টালবাহানার পর বাংলাদেশে মুক্তি পেয়েছে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবি ‘হিরো ৪২০’। বাংলাদেশের সৈকত নাসির ও কলকাতার সুজিত মন্ডল পরিচালিত ছবিটি একসঙ্গে ৮৬ টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। নুসরত ফারিয়া, ওম এবং রিয়া সেনের অভিনয় প্রশংসিত হলেও নতুন এক বিতর্ক দানা বেঁধেছে ছবিটিকে ঘিরে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৬ ১২:০০
Share: Save:

অনেক টালবাহানার পর বাংলাদেশে মুক্তি পেয়েছে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবি ‘হিরো ৪২০’। বাংলাদেশের সৈকত নাসির ও কলকাতার সুজিত মন্ডল পরিচালিত ছবিটি একসঙ্গে ৮৬ টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। নুসরত ফারিয়া, ওম এবং রিয়া সেনের অভিনয় প্রশংসিত হলেও নতুন এক বিতর্ক দানা বেঁধেছে ছবিটিকে ঘিরে।

অভিযোগ উঠেছে, বারংবার বাংলা ছবিতে ইংরেজি নাম ব্যবহার না করার সরকারি নির্দেশ এলেও তা আমল নিচ্ছেন না নির্মাতারা। বারবার ছবির নাম হিসেবে ব্যবহার কর হচ্ছে ইংরেজি শব্দ। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আগে এই ইস্যুতে বিতর্ক চরমে উঠেছে। ভাষা দিবসে বাংলা ভাষার কোনও ছবি মুক্তি না পাওয়াতে সিনেপ্রেমীরা সোশ্যাল নেটওয়ার্কেও ক্ষোভ প্রকাশ করেছেন।

দিন কয়েক আগেও ছবিটির মুক্তি ঘিরে আশঙ্কা দেখা দিয়েছিল। নিয়ম অনুযায়ী সেন্সর বোর্ডের কাছে ছবি জমা দেওয়ার আগে এফডিসিতে ছবিটি দেখাতে হয়। সেখানে একটি কমিটি রয়েছে। সেই ছবি দেখার পর ওই কমিটির পক্ষ থেকে তথ্য মন্ত্রকের কাছে ছবিটি সম্পর্কে তথ্য জানানো হয়। এর পর তথ্য মন্ত্রক ছাড়পত্র দিলে সেই সার্টিফিকেট সমেত সেন্সর বোর্ডের কাছে ছবিটি জমা দিতে হয়। এর আগেই আটকে গিয়েছিল জাজ মাল্টিমিডিয়া। এফডিসি তথ্য মন্ত্রকের কাছে জমা দিলেও তারা জানিয়েছিল নিয়ম না মেনেই এই ছবি বানানো হয়েছে। এমনকি বাংলাদেশের শিল্পীদের ছবিতে কোণঠাসা করে রাখার মতো অভিযোগও এনেছিল এফডিসি। তবে সেই সমস্যা কাটিয়ে আপাতত বাংলাদেশে ভালই ব্যবসা করছে ছবিটি।

আরও পড়ুন: ‘মাঝে মাঝে ভাবি আমি কি টলিউডের ইমরান হাশমি হয়ে যাচ্ছি?’

আরও পড়ুন: পদ্মাপারে ‘ও রিয়া ও রিয়া’!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Entertainment Hero 420 Riya Sen Nusrat Faria
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE