দম্পতি। ছবি: গৌরবের ইনস্টাগ্রাম পেজ থেকে গৃহীত।
বন্ধুত্ব, প্রেম, তার পর বিয়ে। সেই বিয়েরও এক বছর বয়স হয়ে গেল। পাত্র-পাত্রী হলেন গৌরব চক্রবর্তী এবং ঋদ্ধিমা ঘোষ।
টলিউডের এই জুটির প্রেমের খবর জানতেন টলি পাড়ার একটা বড় অংশ। গত বছর বিয়ে করেছেন তাঁরা। গত শনিবার প্রথম বিবাহবার্ষিকী সেলিব্রেট করলেন দম্পতি।
সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবি পোস্ট করে ঋদ্ধিমাকে শুভেচ্ছা জানিয়েছেন গৌরব। তিনি লিখেছেন, ‘একটা বছর কেটে গেল এখনও বিশ্বাসই হচ্ছে না। আরও অনেক এমন সুন্দর বছর এক সঙ্গে কাটাব। শুভ বিবাহবার্ষিকী ঋদ্ধিমা।’
আরও পড়ুন, জানেন বিয়ের পর কেন একা ছবি তুলছেন না রণবীর, দীপিকা?
ওয়েব দুনিয়ায় নিজেদের ছবি পোস্ট করেছেন ঋদ্ধিমাও। তাঁর ছবির ক্যাপশন দেখে মনে হচ্ছে এই মুহূর্তে সিমলায় ছুটি কাটাচ্ছেন তাঁরা। সেখানেই সেলিব্রেট করছেন তাঁদের প্রথম বিবাহবার্ষিকী। দম্পতিকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন টলি মহলের অন্যান্য তারকারাও।
(সেলেব্রিটি ইন্টারভিউ, সেলেব্রিটিদের লাভস্টোরি, তারকাদের বিয়ে, তারকাদের জন্মদিন থেকে স্টার কিডসদের খবর - সমস্ত সেলেব্রিটি গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)