তাঁর চলে যাওয়া মেনে নিতে পারেননি অনেকেই। শ্রাবণের বৃষ্টি মাথায় নিয়ে গোটা কলকাতা শহর ভেঙে পড়েছিল শেষ বারের মতো দেখে নিতে, সেই রাজপুত্রকে। ৪৫ বছর হয়ে গেল, তিনি নেই। তবু তিনি রয়ে গিয়েছেন। তিনি উত্তম। আজও জনপ্রিয়তায় তাঁর ধারেকাছে ঘেঁষতে পারেননি কোনও নায়ক। শক্ত আগল দিয়ে তাঁকে বন্দি করে করে রেখেছে বাঙালি।