Advertisement
০৫ ডিসেম্বর ২০২৫
kapil sharma

বিয়ে করছেন কপিল শর্মা-গিন্নি ছত্রথ, দেখে নিন ব্যাঙ্গল সেরেমনির কিছু ঝলক

কপিল ও গিন্নি পরস্পরকে কলেজ থেকেই চেনেন। তবে একটি চ্যানেলের রিয়্যালিটি শো থেকেই প্রেমপর্বের শুরু। ফিনান্সে এমবিএ ডিগ্রি রয়েছে গিন্নির। তিনি এক জন সফল ব্যবসায়ীও বটে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৮ ০৯:০৪
Share: Save:
০১ ১৩
জালন্ধরে শুরু হয়ে গেল  বিয়ের প্রস্তুতি। কমেডিয়ান কপিল শর্মার হবু স্ত্রীর প্রাক বিবাহ অনুষ্ঠান ছিল বেশ জমজমাট। কপিল বিয়ে করছেন দীর্ঘ দিনের বান্ধবী গিন্নি ছত্রথকে।

জালন্ধরে শুরু হয়ে গেল বিয়ের প্রস্তুতি। কমেডিয়ান কপিল শর্মার হবু স্ত্রীর প্রাক বিবাহ অনুষ্ঠান ছিল বেশ জমজমাট। কপিল বিয়ে করছেন দীর্ঘ দিনের বান্ধবী গিন্নি ছত্রথকে।

০২ ১৩
ইনস্টাগ্রামে নিজের বিয়ের কার্ড পোস্ট করে অনুরাগীদের থেকে আশীর্বাদ চেয়েছেন কপিল।

ইনস্টাগ্রামে নিজের বিয়ের কার্ড পোস্ট করে অনুরাগীদের থেকে আশীর্বাদ চেয়েছেন কপিল।

০৩ ১৩
গিন্নির বাড়ির অখণ্ড পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাড়ির আত্মীয়স্বজনরা। গিন্নিও মন দিয়ে পুজোপাঠ সারেন এ দিন।

গিন্নির বাড়ির অখণ্ড পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাড়ির আত্মীয়স্বজনরা। গিন্নিও মন দিয়ে পুজোপাঠ সারেন এ দিন।

০৪ ১৩
আগামী ১২ ডিসেম্বর দীর্ঘ দিনের বান্ধবী গিন্নি ছত্রথের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন কপিল। গিন্নি এ দিন পোশাকও বেছে নিয়েছিলেন পঞ্জাবি বিয়ের সনাতনী ঘরানা বজায় রেখে।

আগামী ১২ ডিসেম্বর দীর্ঘ দিনের বান্ধবী গিন্নি ছত্রথের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন কপিল। গিন্নি এ দিন পোশাকও বেছে নিয়েছিলেন পঞ্জাবি বিয়ের সনাতনী ঘরানা বজায় রেখে।

০৫ ১৩
কপিল-গিন্নির বিয়ের প্রথম অনুষ্ঠানে গিন্নি সকালে বেছে নিয়েছিলেন একটি ওয়াইন রঙের পোশাক। বিকেলে পরেন লাল রঙের লেহেঙ্গা। আলোকচিত্রীদের সামনে পোজও দিলেন কপিলের হবু স্ত্রী।

কপিল-গিন্নির বিয়ের প্রথম অনুষ্ঠানে গিন্নি সকালে বেছে নিয়েছিলেন একটি ওয়াইন রঙের পোশাক। বিকেলে পরেন লাল রঙের লেহেঙ্গা। আলোকচিত্রীদের সামনে পোজও দিলেন কপিলের হবু স্ত্রী।

০৬ ১৩
পঞ্জাবি বিয়ের অন্যতম প্রথা এই ব্যাঙ্গল সেরেমনি। মঙ্গলবার অখণ্ড পুজোপাঠের পর হয় এই অনুষ্ঠান।

পঞ্জাবি বিয়ের অন্যতম প্রথা এই ব্যাঙ্গল সেরেমনি। মঙ্গলবার অখণ্ড পুজোপাঠের পর হয় এই অনুষ্ঠান।

০৭ ১৩
গিন্নি ব্যাঙ্গল সেরেমনির ছবিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। মায়ের সঙ্গে পুজোপাঠ-আরতির আগে প্রি-ওয়েডিং ফটোশুটও করলেন তিনি। পোস্ট করলেন বাবার সঙ্গে ছবিও। পরিবারের সব্বার সঙ্গে নাচ গানে মেতে ওঠার বেশ কিছু ছবিও পোস্ট হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

গিন্নি ব্যাঙ্গল সেরেমনির ছবিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। মায়ের সঙ্গে পুজোপাঠ-আরতির আগে প্রি-ওয়েডিং ফটোশুটও করলেন তিনি। পোস্ট করলেন বাবার সঙ্গে ছবিও। পরিবারের সব্বার সঙ্গে নাচ গানে মেতে ওঠার বেশ কিছু ছবিও পোস্ট হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

০৮ ১৩
আত্মীয়পরিজন ও পুরোহিতের উপস্থিতিতে বিয়ের ঠিক কয়েক দিন আগেই এই অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে বরের বাড়ি থেকে কনের বাড়িতে আসেন আত্মীয়স্বজনরা, কনের জন্য নিয়ে আসেন বালা বা ব্যাঙ্গল। সেই বালাই দু’হাতে পরিয়ে দেওয়া হয় কনের।

আত্মীয়পরিজন ও পুরোহিতের উপস্থিতিতে বিয়ের ঠিক কয়েক দিন আগেই এই অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে বরের বাড়ি থেকে কনের বাড়িতে আসেন আত্মীয়স্বজনরা, কনের জন্য নিয়ে আসেন বালা বা ব্যাঙ্গল। সেই বালাই দু’হাতে পরিয়ে দেওয়া হয় কনের।

০৯ ১৩
কপিলের দিদির বাড়িতে এর পর হবে ‘মাতা কি চৌকি’। ১০ ডিসেম্বর এই অনুষ্ঠান হওয়ার কথা।

কপিলের দিদির বাড়িতে এর পর হবে ‘মাতা কি চৌকি’। ১০ ডিসেম্বর এই অনুষ্ঠান হওয়ার কথা।

১০ ১৩
এই অনুষ্ঠানে হবু স্বামী স্ত্রী এক সঙ্গে পুজো পাঠে অংশ নেবেন। দেবী দুর্গার আরাধনা হবে। ভক্তিমূলক গান পরিবেশনও করা হবে।

এই অনুষ্ঠানে হবু স্বামী স্ত্রী এক সঙ্গে পুজো পাঠে অংশ নেবেন। দেবী দুর্গার আরাধনা হবে। ভক্তিমূলক গান পরিবেশনও করা হবে।

১১ ১৩
পঞ্জাবের জালন্ধরে গিন্নির বাড়িতে বসবে বিয়ের আসর। ১৪ ডিসেম্বর অমৃতসরে হবে কপিল-গিন্নির রিসেপশনের অনুষ্ঠান।

পঞ্জাবের জালন্ধরে গিন্নির বাড়িতে বসবে বিয়ের আসর। ১৪ ডিসেম্বর অমৃতসরে হবে কপিল-গিন্নির রিসেপশনের অনুষ্ঠান।

১২ ১৩
মুম্বইয়ে বলিউডের সহকর্মী ও বন্ধুবান্ধবদের জন্যও হবে বিশেষ রিসেপশন পার্টি। ২৪ ডিসেম্বর সেই পার্টির আয়োজন করা হবে মুম্বইয়ে।

মুম্বইয়ে বলিউডের সহকর্মী ও বন্ধুবান্ধবদের জন্যও হবে বিশেষ রিসেপশন পার্টি। ২৪ ডিসেম্বর সেই পার্টির আয়োজন করা হবে মুম্বইয়ে।

১৩ ১৩
কপিল ও গিন্নি পরস্পরকে কলেজ থেকেই চেনেন। তবে একটি চ্যানেলের রিয়্যালিটি শো থেকেই প্রেমপর্বের শুরু। ফিনান্সে এমবিএ ডিগ্রি রয়েছে গিন্নির। তিনি এক জন সফল ব্যবসায়ীও বটে।

কপিল ও গিন্নি পরস্পরকে কলেজ থেকেই চেনেন। তবে একটি চ্যানেলের রিয়্যালিটি শো থেকেই প্রেমপর্বের শুরু। ফিনান্সে এমবিএ ডিগ্রি রয়েছে গিন্নির। তিনি এক জন সফল ব্যবসায়ীও বটে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy