Advertisement
১৯ জানুয়ারি ২০২৬
bollywood

দেওয়ালি পার্টিতে বলিউডের সেলিব্রিটিরা কে কেমন সাজলেন?

ফ্যাশনদুরস্ত পোশাক, সঙ্গে চটকদার লুক! এ বার দেওয়ালির নানা পার্টিতে কোন বলিউড সেলেব কী ভাবে সেজে উঠলেন জানেন?

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৮ ১৪:১১
Share: Save:
০১ ০৯
দেওয়ালির পার্টি হবে আর বি টাউনে স্টাইল, ফ্যাশন চলকে পড়বে না তাও কি হয়! ওয়ার্ডরোব থেকে বেরিয়ে আসবে সবচেয়ে ফ্যাশনদুরস্ত পোশাক, সঙ্গে চটকদার লুক! এ বার দেওয়ালির নানা পার্টিতে কোন সেলেব কী ভাবে সেজে উঠলেন জানেন?

দেওয়ালির পার্টি হবে আর বি টাউনে স্টাইল, ফ্যাশন চলকে পড়বে না তাও কি হয়! ওয়ার্ডরোব থেকে বেরিয়ে আসবে সবচেয়ে ফ্যাশনদুরস্ত পোশাক, সঙ্গে চটকদার লুক! এ বার দেওয়ালির নানা পার্টিতে কোন সেলেব কী ভাবে সেজে উঠলেন জানেন?

০২ ০৯
দেওয়ালির পার্টিতে একেবারে ট্রাডিশনাল সাজে ধরা দিলেন শিল্পা শেট্টি। ডিজাইনার অমিতা অগ্রবালের বানানো আইভরি শাড়ি আর ম্যাচিং দুলেই ধরে রাখলেন আকর্ষণ। তাঁর হল্টারনেক ব্লাউজের নকশা ও রং সহজেই চোখ টানে। নিজের স্টাইল ও ফ্যাশনের মেনবন্ধনে শিল্পার সাজ অনন্য হয়ে রইল পার্টিতে।

দেওয়ালির পার্টিতে একেবারে ট্রাডিশনাল সাজে ধরা দিলেন শিল্পা শেট্টি। ডিজাইনার অমিতা অগ্রবালের বানানো আইভরি শাড়ি আর ম্যাচিং দুলেই ধরে রাখলেন আকর্ষণ। তাঁর হল্টারনেক ব্লাউজের নকশা ও রং সহজেই চোখ টানে। নিজের স্টাইল ও ফ্যাশনের মেনবন্ধনে শিল্পার সাজ অনন্য হয়ে রইল পার্টিতে।

০৩ ০৯
পেস্তা আর  সোনালি রঙে বাজিমাত করলেন প্রীতি জিন্টা।  নকশাদার পেস্তা আনারকালির মধ্যে সোনালি জরির কাজ তাঁর রূপকে বাড়িয়ে দিয়েছিল আরও কয়েক গুণ। আনারকলির লো নেকলাইনকে চোখে পড়াতেই আলাদা করে কোনও নেকপিস পরেননি তিনি। বরং হাতে ও কানে সোনার গয়নায় মুড়ে পার্টির অন্যতম সুন্দরী হয়ে রইলেন।

পেস্তা আর সোনালি রঙে বাজিমাত করলেন প্রীতি জিন্টা। নকশাদার পেস্তা আনারকালির মধ্যে সোনালি জরির কাজ তাঁর রূপকে বাড়িয়ে দিয়েছিল আরও কয়েক গুণ। আনারকলির লো নেকলাইনকে চোখে পড়াতেই আলাদা করে কোনও নেকপিস পরেননি তিনি। বরং হাতে ও কানে সোনার গয়নায় মুড়ে পার্টির অন্যতম সুন্দরী হয়ে রইলেন।

০৪ ০৯
কালীপুজোর রাতে কালো দিয়েই নিজেকে মুড়ে রাখলেন কর্ণ জোহর। মনীশ মলহোত্রর ডিজাইন করা কালো ভেলভেট কাপড়ের গলাবন্ধ কুর্তা ও কালো সিগার প্যান্টে সেজেছিলেন তিনি। পায়েও ছিল কালো রঙের ট্রেন্ডি জুতো!

কালীপুজোর রাতে কালো দিয়েই নিজেকে মুড়ে রাখলেন কর্ণ জোহর। মনীশ মলহোত্রর ডিজাইন করা কালো ভেলভেট কাপড়ের গলাবন্ধ কুর্তা ও কালো সিগার প্যান্টে সেজেছিলেন তিনি। পায়েও ছিল কালো রঙের ট্রেন্ডি জুতো!

০৫ ০৯
কর্ণ একা নন, দেওয়ালির পার্টিতে কালো রংকে আপন করে নিয়েছিলেন আলিয়া ভট্টও। শ্যামল ও ভূমিকা জুটির ডিজাইন করা মিশকালো লেহঙ্গার উপর সোনালি স্ট্রাইপ দেওয়া দোপাট্টায় অসাধারণ হয়ে উঠেছিলেন তিনি। কানে ছিল তিন থাকের সোনালি দুল। পার্টির এক ফাঁকে পোজ নিয়ে ছবিও তোলেন  কর্ণ জোহরের সঙ্গে।

কর্ণ একা নন, দেওয়ালির পার্টিতে কালো রংকে আপন করে নিয়েছিলেন আলিয়া ভট্টও। শ্যামল ও ভূমিকা জুটির ডিজাইন করা মিশকালো লেহঙ্গার উপর সোনালি স্ট্রাইপ দেওয়া দোপাট্টায় অসাধারণ হয়ে উঠেছিলেন তিনি। কানে ছিল তিন থাকের সোনালি দুল। পার্টির এক ফাঁকে পোজ নিয়ে ছবিও তোলেন কর্ণ জোহরের সঙ্গে।

০৬ ০৯
সীমা খানের ডিজাইন করা ফেস্টিভ কালেকশনকে দেওয়ালির পার্টির জন্য বেছে নিয়েছিলেন মালাইকা অরোরা। কাচ বসানো লেহঙ্গার সঙ্গে হলুদ রঙের ফ্লোরাল ডিজাইনের ভেলভেটের সাজে সেজেছিলেন তিনি। তাঁর নেকপিসটি দেওয়ালি পার্টির অন্যতম সেরা গয়না ছিল।

সীমা খানের ডিজাইন করা ফেস্টিভ কালেকশনকে দেওয়ালির পার্টির জন্য বেছে নিয়েছিলেন মালাইকা অরোরা। কাচ বসানো লেহঙ্গার সঙ্গে হলুদ রঙের ফ্লোরাল ডিজাইনের ভেলভেটের সাজে সেজেছিলেন তিনি। তাঁর নেকপিসটি দেওয়ালি পার্টির অন্যতম সেরা গয়না ছিল।

০৭ ০৯
কালোকে এ দিন বাদ দেননি ক্যাটরিনা কাইফও। সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা গাঢ় কালো রঙের শাড়ি ও লম্বা হাতার লেসের ব্লাউজে সাজলেন তিনি। ব্লাউজের সাহসী নেকলাইন ভিড়ের মধ্যেও আলাদা করে তুলছিলেন তাঁকে।

কালোকে এ দিন বাদ দেননি ক্যাটরিনা কাইফও। সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা গাঢ় কালো রঙের শাড়ি ও লম্বা হাতার লেসের ব্লাউজে সাজলেন তিনি। ব্লাউজের সাহসী নেকলাইন ভিড়ের মধ্যেও আলাদা করে তুলছিলেন তাঁকে।

০৮ ০৯
ভিড়ের মধ্যে চোখে পড়তে কনট্রাস্ট রংকেই বেছে নিয়েছেন নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদি। কালো রঙের ঘের দেওয়া অসম কুর্তা ও সিগার প্যান্ট হল অঙ্গদের ফার্স্ট চয়েজ। তাঁর পায়ের কালো জুতোটি নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে বি টাউনে। এ দিকে টকটকে লাল রঙের ফ্লোরাল প্রিন্টের গোড়ালি অবধি লম্বা কুর্তাকে বেছে নিলেন নেহা।

ভিড়ের মধ্যে চোখে পড়তে কনট্রাস্ট রংকেই বেছে নিয়েছেন নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদি। কালো রঙের ঘের দেওয়া অসম কুর্তা ও সিগার প্যান্ট হল অঙ্গদের ফার্স্ট চয়েজ। তাঁর পায়ের কালো জুতোটি নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে বি টাউনে। এ দিকে টকটকে লাল রঙের ফ্লোরাল প্রিন্টের গোড়ালি অবধি লম্বা কুর্তাকে বেছে নিলেন নেহা।

০৯ ০৯
হালকা সবজেটে নীল ও সোনালি-রুপোলি জরির কাজের দোপাট্টা, সঙ্গে সেই নকশারই লম্বা পোশাকে সেজেছেন করিনা কপূর। হাতে সোনালি রঙের বটুয়া ব্যাগ ও বড় গোল আংটি, পায়ে নজরকাড়া নকশার সোনালি জুতো আলাদা করে  চিনিয়ে দিচ্ছে করিনাকে। সঙ্গে রয়েছে মানানসই ঝুমকো!

হালকা সবজেটে নীল ও সোনালি-রুপোলি জরির কাজের দোপাট্টা, সঙ্গে সেই নকশারই লম্বা পোশাকে সেজেছেন করিনা কপূর। হাতে সোনালি রঙের বটুয়া ব্যাগ ও বড় গোল আংটি, পায়ে নজরকাড়া নকশার সোনালি জুতো আলাদা করে চিনিয়ে দিচ্ছে করিনাকে। সঙ্গে রয়েছে মানানসই ঝুমকো!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy