অন্য দেশে অভিযান চালিয়ে ক্ষমতাসীন প্রেসিডেন্টকে তুলে আনা। ভেনেজ়ুয়েলার তেলসম্পদ কুক্ষিগত করতে যে সামরিক অভিযান আমেরিকা চালিয়েছে তা একশো শতাংশ সফল। লাটিন আমেরিকার দেশে অভিযানের সফলতা পেয়ে আরও একটি এলাকার দিকে হাত বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের নজর এ বার ‘পৃথিবীর বৃহত্তম দ্বীপের’ দিকে। বরফে ঢাকা ‘সবুজ দ্বীপ’কে ইউনাই়টে়ড স্টেটস অফ আমেরিকার মানচিত্রে যুক্ত করতে উঠেপড়ে লেগেছেন ট্রাম্প।
কানাডার উত্তর-পূর্বে অবস্থিত ‘সবুজ দ্বীপ’ অর্থাৎ গ্রিনল্যান্ডে পাওয়া যেতে পারে লিথিয়াম, নিওবিয়াম, হাফনিয়াম এবং জ়িরকোনিয়ামের মতো দুষ্প্রাপ্ত ধাতু। সেই ধাতুর লোভেই গ্রিনল্যান্ডকে হাতের মুঠোয় করতে চাইছে আমেরিকা, এমনটাই মত বিশ্লেষকদের। ট্রাম্পের এ–হেন পরিকল্পনায় স্বাভাবিক ভাবেই তুমুল বিরোধিতায় নেমেছেন গ্রিনল্যান্ডের নেতা-নেত্রীরা এবং ‘অভিভাবক’ ডেনমার্ক। আমেরিকার ‘দাদাগিরি’ কোনও ভাবেই বরদাস্ত করবে না কোপেনহেগেন, চোখে চোখ রেখে ওয়াশিংটনকে বুঝিয়ে দিয়েছে নর্ডিক দেশের সরকার।