চলতি বছরে প্রেমদিবসের আগে বিশাল ভরদ্বাজের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘ও রোমিয়ো’র। সদ্য মুক্তিপ্রাপ্ত প্রচারমূলক ঝলকে একেবারে রক্তাক্ত অবস্থায় দেখা গিয়েছে। এই ছবির প্রচার ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই একের পর এক বিতর্ক। বলিপাড়া সূত্রে খবর, ‘ও রোমিয়ো’ ছবিটি মুম্বইয়ের কুখ্যাত গ্যাংস্টার হুসেন উস্তরার জীবনকাহিনি নিয়ে তৈরি করা হয়েছে। কিন্তু হুসেনের কন্যা সনোবর শেখ ছবির পরিচালক বিশাল ভরদ্বাজ এবং প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালাকে আইনি নোটিস পাঠিয়েছেন। শুধু তা-ই নয়। ছবির নির্মাতা থেকে পরিচালককে রীতিমতো হুমকি দিচ্ছে উস্তরার পরিবার। এ বার নয়া দাবি করলেন উস্তরার কন্যা সনোবর শেখ।
আরও পড়ুন:
এক সাক্ষাৎকারে সনোবর জানান, তাঁদের পরিবারের তরফ থেকে কোনও রকমের হুমকি দেওয়া হয়নি নির্মাতাদের। কিন্তু তিনি দাবি করেন,‘‘এই ছবির মুক্তির আগে আমাদের পরিবারকে দেখাতে হবে। দেখে ঠিক মনে হলে সম্মতি দেব। আর না হলে আইনি লড়াই যেমন লড়ার লড়ব।’’
আসলে এই গল্পে একা হুসেন উস্তরা নন, রয়েছেন স্বপ্না দিদিও, যে চরিত্রে দেখা যাবে অভিনেত্রী তমন্না ভাটিয়াকে। প্রচার ঝলকে রোম্যান্টিক মুহূর্তে দেখা গিয়েছে হুসেন ও স্বপ্নাকে। সেখানেই আরও আপত্তি হুসেনের মেয়ের। তিনি বলেন, ‘‘স্বপ্না দিদি আমার বাবার বোনের মতো ছিল। সেখানে ছবিতে দু’জনের প্রেমের সম্পর্ক দেখানো হয়েছে। সেই কারণে এই ছবিটা দেখতে চাই, ঠিক কী কারণে এরকম একটা মোচড় দেওয়া হল এই ছবির গল্পে।’’