All need to know about Kabir Bahia, Kriti Sanon’s Rumoured Boyfriend dgtl
Kabir Bahia
লন্ডনের নামী ব্যবসায়ী, পরিবারের সম্পত্তি ৪০০০ হাজার কোটির! ধোনির সঙ্গে বিশেষ সম্পর্ক কৃতির ন’বছরের ছোট ‘প্রেমিকের’
বহু দিন ধরেই জল্পনা, ব্যবসায়ী কবীর সিংহ বাহিয়ার সঙ্গে সম্পর্কে আছেন কৃতি। বিমানবন্দর থেকে পারিবারিক অনুষ্ঠান, বহু জায়গায় তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। কিন্তু সম্পর্কের কথা নিজের মুখে কখনওই স্বীকার করেননি কৃতি।
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ১৮:১১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৮
সম্প্রতি গায়ক স্টেবিন বেনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন নূপুর সেনন। বিয়ের নানা মুহূর্ত সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী কৃতি সেনন নিজেই। বোনের বিয়ে নিয়ে আবেগপ্রবণও হয়ে পড়েছিলেন কৃতি। তবে এর মধ্যেই আলোচনায় অভিনেত্রীর নিজের প্রেমের সম্পর্ক।
০২১৮
বহু দিন ধরেই জল্পনা, ব্যবসায়ী কবীর সিংহ বাহিয়ার সঙ্গে সম্পর্কে আছেন কৃতি। বিমানবন্দর থেকে পারিবারিক অনুষ্ঠান, বহু জায়গায় তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। কিন্তু সম্পর্কের কথা নিজের মুখে কখনওই স্বীকার করেননি কৃতি।
০৩১৮
কিন্তু আলোচিত প্রেমিক কবীর নিজেই প্রায় সব ফাঁস করে দিলেন। নূপুরের বিয়ের আসর থেকে বেশ কিছু ছবি ভাগ করে নিয়েছেন কবীর। তার মধ্যে একটি ছবি কৃতির সঙ্গে। ক্যাপশনে তিনি লিখেছেন, “অসাধারণ কিছু স্মৃতি ও মানুষ।”
০৪১৮
বোনের বিয়েতে কৃতি পরেছিলেন সবুজ রঙের গাউন। কবীরের পরনে ছিল সাদা রঙের ব্লেজ়ার স্যুট। অভিনেত্রীর অনুরাগীদের দাবি, কৃতি এবং তাঁর চর্চিত প্রেমিক একেবারে যুগলের মতোই ক্যামেরাবন্দি হয়েছেন। জুটিকে দেখে মুগ্ধ অনুরাগীরা।
০৫১৮
একই সঙ্গে প্রশ্ন উঠছে তবে কি কৃতি ও কবীরের সম্পর্কে সিলমোহর পড়ল? বিয়ে কবে হবে দু’জনের? যদিও বিষয়টি নিয়ে এখনও মুখে কুলুপ এঁটে রয়েছেন অভিনেত্রী।
০৬১৮
পাশাপাশি কবীরকে নিয়েও কৌতূহল তৈরি হয়েছে কৃতির অনুরাগীদের মধ্যে। তিনি কে, তা নিয়েও খোঁজখবর শুরু করেছেন নেটাগরিকেরা।
০৭১৮
কবীর লন্ডনভিত্তিক একজন ব্যবসায়ী। ভ্রমণ এবং বিমান শিল্পের সঙ্গে যু্ক্ত রয়েছেন তিনি। মাত্র ২৬ বছর বয়সি এই তরুণ ব্যবসায়ী ২০২০ সালে ব্রিটেনে ‘ওয়ার্ল্ডওয়াইড এভিয়েশন অ্যান্ড ট্যুরিজ়ম লিমিটেড’ নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন।
০৮১৮
কবীরের সংস্থা বিভিন্ন বিমানসংস্থার হয়ে গবেষণা করে। ব্রিটেনে পরিষেবা চালুর জন্য বিভিন্ন বিমানসংস্থাকে সাহায্য করে তাঁর সংস্থা। পরিকাঠামো এবং প্রযুক্তির সাহায্যে বিমানসংস্থাগুলিকে কী করে লাভজনক বানানো যায়, সে বিষয়েও নজর রাখে সংস্থাটি।
০৯১৮
কবীরের পরিবারেরও কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে। তাঁর বাবা ব্রিটেনের এক জন নামী ব্যবসায়ী। কবীরের বাবা কুলজিন্দর বাহিয়া ‘সাউথহল ট্রাভেল’ নামে একটি ভ্রমণ সংস্থার মালিক। ‘সাউথহল ট্রাভেল’ ব্রিটেনের বৃহত্তম ভ্রমণ সংস্থাগুলির মধ্যে অন্যতম।
১০১৮
কবীরের পরিবারের আনুমানিক মোট সম্পত্তির পরিমাণ ৪০০০ কোটি টাকা, যা কুলজিন্দরকে ২০১৯ সালে ‘দ্য সানডে টাইমস’-এর ধনী ব্যক্তিদের তালিকায় স্থান করে দিয়েছিল।
১১১৮
কবীরের জন্ম ১৯৯৯ সালের ২০ নভেম্বর। ইংল্যান্ডের সমারসেটের একটি নামী বোর্ডিং স্কুল মিলফিল্ড থেকে পড়াশোনা শেষ করেন তিনি। খুব কম বয়সেই যোগ দেন ব্যবসায়।
১২১৮
সমাজমাধ্যমে কবীরের অনুরাগীর সংখ্যা অনেক। তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলের নাম ‘কে.এ.বি.বি.এস.’ । প্রায় দেড় লক্ষ মানুষ ফলো করেন সেই অ্যাকাউন্টটি।
১৩১৮
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এমএস ধোনি-সহ একাধিক ক্রিকেট তারকা এবং বলিউডের অনেক অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে কবীরের।
১৪১৮
এমএস ধোনি এবং হার্দিক পাণ্ড্যের মতো বিখ্যাত খেলোয়াড়দের সঙ্গে সমাজমাধ্যমে একাধিক ছবি পোস্ট করতে দেখা গিয়েছে কবীরকে। অসমর্থিত সূত্রের দাবি, ধোনি-জায়া সাক্ষীর দূরসম্পর্কের আত্মীয় তিনি। কবীরকে উদয়পুরে হার্দিক এবং তাঁর প্রাক্তন স্ত্রী তথা মডেল নাতাশা স্টানকোভিচের বিয়েতেও দেখা গিয়েছিল।
১৫১৮
কবীরের সঙ্গে কৃতির সম্পর্কের গুঞ্জন অনেক দিন ধরেই চলছে। ২০২৪-এর ২০ নভেম্বর তরুণ ব্যবসায়ীর সঙ্গে একটি ছবি পোস্ট করেন কৃতি। সেই পোস্টে কবীরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী লেখেন, ‘‘শুভ জন্মদিন কে। তোমার নিষ্পাপ হাসি সর্বদা বেঁচে থাকুক।’’
১৬১৮
কবীরকেও কৃতির সঙ্গে দুবাই ভ্রমণের ছবি পোস্ট করতে দেখা গিয়েছিল। সেখানে তিনি অভিনেত্রীকে ‘প্রিয়’ বলে উল্লেখ করেন। পোস্টে লেখা ছিল, ‘‘নভেম্বরে আমার প্রিয়তমের সঙ্গে দুবাইয়ে।’’
১৭১৮
এর পর তাঁদের সম্পর্কের গুঞ্জন আবার ছড়িয়েছিল। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি মুম্বই বিমানবন্দরে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। গাড়ি থেকে নেমে বিমানবন্দরের গেটের দিকে হেঁটে যাচ্ছিলেন তাঁরা। দু’জনের শরীরেই ছিল কালো পোশাক।
১৮১৮
কৃতির বয়স ৩৫। কবীরের ২৬। অর্থাৎ, চর্চিত প্রেমিকের থেকে ৯ বছরের বড় তিনি। যদিও তাঁরা আদৌও প্রেম করছেন কি না বা সম্পর্কে রয়েছেন কি না, তা নিয়ে দু’জনের কেউই এখনও পর্যন্ত মুখ খোলেননি। সবটাই রয়েছে গুঞ্জনের স্তরে।