ভারতীয় দর্শক এখন শুধু বলিউডের গণ্ডিতেই বেঁধে নেই। তাঁদের রুচিতে জাঁকিয়ে বসেছে হলি ছবিও। স্ক্রিপট, অ্যাকশন সিকুয়েন্স, স্পেশাল এফেক্টে ভরপুর এই ছবিগুলি ভারতীয় সিনেমা হলগুলিতে রমরম করে চলেছে। যে কোনও বলি ছবিকে পাল্লা দিয়ে অনায়াসে ঢুকে পড়ছে ১০০ কোটির ক্লাবে। এক ঝলকে দেখে নিন বক্স অফিস মাত করা কয়েকটি অল টাইম ফেভারিট হলিউড ছবির নাম।