Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৭ নভেম্বর ২০২১ ই-পেপার

বিনোদন

পাওলির ‘হানিমুন ডায়েরি’

নিজস্ব প্রতিবেদন
২৩ ডিসেম্বর ২০১৭ ১২:৪২
ক্রিসমাস ও নিউ ইয়ারের সপ্তাহকেই মধুচন্দ্রিমায় যাওয়ারসেরা সময় বেছে নিয়েছেন নবদম্পতি। গত ৪ ডিসেম্বর টলিউডের জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম বিয়ে করেছেন তাঁর দীর্ঘদিনের বন্ধু অর্জুন দেবকে। পাত্র অর্জুন গুয়াহাটির বাসিন্দা। অসমে কয়েকদিন থাকার পর এ সপ্তাহেই বেরিয়ে পড়েছেন পাওলি-অর্জুন। হানিমুনে গিয়েছেন দুবাইয়ে।

পাওলির জন্য হানিমুন ডেস্টিনেশন নাকি অর্জুনের তরফে বিগ সারপ্রাইজ ছিল।
Advertisement
প্রথম থেকেই গিন্নিকে খুশি রাখার পাসওয়ার্ড অর্জুনের বেশ ভালই জানা ছিল। তাই পাওলির পছন্দের জায়গা দুবাইকেই বেছে নেওয়া হয়েছে হানিমুন ডেস্টিনেশন হিসেবে।

ক্রিসমাসের সময় আলোয় সেজে উঠেছে শহর। সেখানেই হাতে-হাত রেখে বেরিয়ে পড়েছেন নবদম্পতি। চলছে শপিং, খাওয়া-দাওয়া আর জমিয়ে সেলফি তোলা।
Advertisement
সোশ্যাল মিডিয়ায় পাওলির ফ্যানক্লাব শেয়ার করেছে তাঁদের ‘হানিমুন ডায়েরি’র কয়েকটি ছবি।

জৌলুস ছিল, কিন্তু চাকচিক্যের বাহুল্য ছিল না। শুরু থেকে শেষ, বাঙালিয়ানাই ছিল পাওলির বিয়ের ইউএসপি।

বিয়ের পরদিনই বর-কনে পাড়ি দেন গুয়াহাটির উদ্দেশে। সেখানকার এক পাঁচতারা হোটেলে বসেছিল রিসেপশনের আসর।

মধুচন্দ্রিমা সেরে নবদম্পতি কলকাতায় ফিরবেন বলে জানা গিয়েছে। এর পর অর্জুনের সঙ্গে তাঁর বালিগঞ্জের বাড়িই হবে পাওলির নতুন ঠিকানা। শীঘ্রই শুরু করবেন কাজও।