Advertisement
E-Paper

সাহসী হটপ্যান্ট না আলসেমির পালাজো

রিসর্টে দু’দিনের ছুটি কাটাতে কেমন পোশাক পরবেন? লিখছেন পরমা দাশগুপ্তছুটির জন্য হাপিত্যেশ বসেছিলেন অনেক দিন? নতুন কেনা স্ট্র্যাপি বা টিউব টপ হোক কিংবা সাধের ম্যাক্সিড্রেস, এই ছুটিতেই না হয় রোদের মুখ দেখল! হটপ্যান্ট কিংবা শর্ট স্কার্ট, নেকলাইনে বাড়তি সাহসী হয়ে ওঠা—সব অ্যালাউড। যে কোনও জায়গাতেই দিব্যি মানিয়ে যায় কেপ্রি বা অন্য ছাঁদের থ্রি কোয়ার্টার প্যান্ট, ক্যামিসোল, পালাজো বা স্কার্ট। আর শীতের ছুটিতে সঙ্গী হোক জ্যাকেট, কেপ বা রংচঙে স্কার্ফ। তবে হ্যাঁ, সমুদ্রের রিসর্ট হলে ব্যাগে একটা কায়দার স্যুইমওয়্যার কিন্তু মাস্ট।

শেষ আপডেট: ১৯ মে ২০১৫ ০০:০৩

ছাইরঙা দিনগুলোতে আচমকা একরাশ রং। মানে হঠাৎ ছুটির খুশিয়াল রং। ডেডলাইনের চোখরাঙানিতে কাজের চাপে চ্যাপ্টা হতে বসা জীবনটায় খানিক দমকা হাওয়া। লং উইকএন্ড।

ক্যালেন্ডার বলছে, শনি-রবির সঙ্গে জুটে গিয়েছে শুক্র কিংবা সোমবারের ছুটি। কিংবা পড়ে পাওয়া চোদ্দো আনার মতো একটা বন্‌ধ। ব্যস, ব্যাকপ্যাক গুছিয়ে দে-ছুট! গিয়ে থামলেন সো-জা কাছেপিঠের পছন্দের রিসর্টে। দেদার মজা তো বটেই, সঙ্গে বছরভরের ফর্মাল সাজকেও ছুটি দেওয়া গেল দিব্যি। সাহসী হটপ্যান্ট কিংবা আলসেমির পালাজো, আশ মিটিয়ে যা হয় পরলেই তো হল!

যেমন খুশি সাজো

ছুটির জন্য হাপিত্যেশ বসেছিলেন অনেক দিন? নতুন কেনা স্ট্র্যাপি বা টিউব টপ হোক কিংবা সাধের ম্যাক্সিড্রেস, এই ছুটিতেই না হয় রোদের মুখ দেখল! হটপ্যান্ট কিংবা শর্ট স্কার্ট, নেকলাইনে বাড়তি সাহসী হয়ে ওঠা—সব অ্যালাউড। যে কোনও জায়গাতেই দিব্যি মানিয়ে যায় কেপ্রি বা অন্য ছাঁদের থ্রি কোয়ার্টার প্যান্ট, ক্যামিসোল, পালাজো বা স্কার্ট। আর শীতের ছুটিতে সঙ্গী হোক জ্যাকেট, কেপ বা রংচঙে স্কার্ফ। তবে হ্যাঁ, সমুদ্রের রিসর্ট হলে ব্যাগে একটা কায়দার স্যুইমওয়্যার কিন্তু মাস্ট।

‘বোঝা’ দায়

যাচ্ছেন তো রোজকার চাপ থেকে মুক্তির খোঁজে। খামোকা একটা ভারী ব্যাগের বোঝা বওয়া কি খুব জরুরি? ফলে গুচ্ছের জামাকাপড় না টেনে বরং সেটাই নিন, যেটুকু না নিলে নয়! ঘণ্টায় ঘণ্টায় সাজ বদলের সাধ না থাকলে তিন দিনের ছুটি এবং যাতায়াত মিলিয়ে গোটা পাঁচেক পোশাকই যথেষ্ট। একটা জিন্‌স বা ক্যাপ্রি, একটা শর্টস, একটা স্কার্ট এবং গোটা তিনেক টপ, যা সবক’টার সঙ্গেই দিব্যি মানিয়ে যাবে— আপনার ব্যাকপাকে এটুকু থাকলেই কিন্তু চলে। ব্যাগ হাল্কা থাকলে মেজাজটাও বাড়তি ফুরফুরে।

‘সাজে’শন

ভার কমাতে বরং ভরসা থাকুক মিক্স অ্যান্ড ম্যাচে। টপ বাছাইয়ে মাথায় থাক, সঙ্গের শর্টস, পালাজো বা স্কার্ট, তিনটের সঙ্গেই যেন ঘুরিয়েফিরিয়ে পরে ফেলা যায়। হাঁটুঝুল কাফতান টপটা ডেনিমের সঙ্গেই পরুন বা ড্রেস হিসেবে, কী যায় আসে! আর থাক একটা সারং বা র‌্যাপ অ্যারাউন্ড— এমনি তো বটেই, স্যুইমস্যুটের উপর জড়িয়ে নিলে যেখানে খুশি চটপট চেঞ্জ করতেও সুবিধা হবে। শীতের জায়গায় জ্যাকেট, শাল বা কেপ, যা-ই নিন, সবক’টা পোশাকের সঙ্গেই যেন মানায়।

রং মিলান্তি

ভাগাভাগি আছে রঙেও। সাদা, বেজ, ক্রিম বা অন্য হাল্কা শেডে নানা রঙের ফ্লোরাল প্রিন্ট বা রংচঙে প্যাচওয়ার্ক থাক সাগরপাড়ের সাজে, উজ্জ্বল রঙের পোশাকগুলো পাহাড়ের ছুটিতে আর জঙ্গলে না হয় বাছলেন সবুজ, হলুদ, বাদামি, মেরুনের মতো আর্দি শেডস।

ত্বকের যত্ন নিন

কোথায় যাচ্ছেন, ব্যাগ গোছানোর সময়ে সেটা মাথায় রাখা কিন্তু বড্ড জরুরি। সিল্কের রংবাহারি শর্টড্রেসটা পাহাড়ে ‘হট’ হলেও সমুদ্রের পাড়ে কাঠফাটা রোদে গরমে সেদ্ধ হওয়ার গ্যারান্টিও দেয় কিন্তু। ফলে সমুদ্রে গেলে ব্যাগে থাক সুতি, ক্রেপ, জর্জেট, মলমলের মতো হাল্কা পোশাক। সিল্ক বা মোটা কাপড়ের সাজগোজ রাখুন পাহাড়ি বা জংলা ছুটির জন্য। আশ মিটিয়ে খোলামেলা পোশাক পরার সাধ থাকতেই পারে, তবে সমুদ্রের রোদে পুড়ে ঝামা হওয়ার আশঙ্কাটাও মাথায় রাখুন প্লিজ।

পাদুকা পুরাণ

আর একটা মাস্ট আইটেম জুতো। রিসর্টের ঘরে পরার জন্য না হয় একটা চটি রইল, সমুদ্রের ছুটিতে জুতো বাছাইয়ে স্যান্ডাল বা শ্যু যা-ই নিন, জলে ভিজবে সেটাও যেন মাথায় থাকে। আর পাহাড় বা জঙ্গলে স্নিকার্সই তো সেফ বেট, নাকি?

হাল্কা ছুটির রোদ

হুট করে ছুটির বাজারে মেক-আপকে ছুটি দিতেই কিন্তু পছন্দ করেন বেশির ভাগ। রূপটানে ছাড় দিতে মন না চাইলে ন্যুড মেকআপই ভাল। একটু লিপস্টিক বা গ্লস, কাজল, মাসকারা— ফুরফুরে মনে এইটুকুতেই ঝকঝকে দেখাবে। গয়নাগাঁটির ভার থেকেও মুক্তি খোঁজাই ভাল। পরতে চাইলে বড়জোর ছোট্ট একটা দুল, একটা স্লিক নেকলেস, ব্যস!

সত্যেরে লও সহজে

রিসর্ট মানে ‘পাবলিক হলিডে’র ভিড় থেকে আলাদা হয়ে ছুটি কাটানোর নিশ্চিন্ত আরামের ঘেরাটোপ। বাইরে না বেরোলে ইচ্ছেমতো সাজুন না, কে আর দেখছে! তবে হ্যাঁ, সাহসী সাজ ক্যারি করতে পারাটাও জরুরি। বন্ধুদের হুল্লোড়ই হোক বা যুগলে নিরালা-যাপন, জামাকাপড় টেনেটুনে হয়রান হওয়াটা বেশ ঝক্কির। আর যদি প্রাইভেট বিচের সুবিধা না থাকে, বাড়তি খোলামেলা পোশাক না-ই বা পরলেন। কোথায় ঘুরছেন, আশপাশে অচেনা ভিড় এবং সমাজের মানসিকতার বিষয়টা একটু খেয়াল রাখলে বিপদ বা হয়রানিই তো এড়ানো যায়।

ডিজাইনার টিপ্‌স: অভিষেক দত্ত এবং অগ্নিমিত্রা পাল।
ছবি: এএফপি।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy