Advertisement
E-Paper

হাউসফুলের সিক্যুয়েলে পর্দা কাঁপাবেন তিন সুন্দরী

সবই ‘৩’-এর খেলা। ছবিটি ‘হাউসফুল ৩’। ছবিতে থাকবেন তিন জন নায়ক ও তিন জন নায়িকা। আবার মুক্তিও পাবে তিন জুন। আজ্ঞে হ্যাঁ। এ বার ‘৩’-এর খেলাতেই বাজিমাৎ করতে ফের আসতে চলেছে হাউসফুলের সিক্যুয়েল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৬ ১৩:৪৮

সবই ‘৩’-এর খেলা। ছবিটি ‘হাউসফুল ৩’। ছবিতে থাকবেন তিন জন নায়ক ও তিন জন নায়িকা। আবার মুক্তিও পাবে তিন জুন।

আজ্ঞে হ্যাঁ। এ বার ‘৩’-এর খেলাতেই বাজিমাৎ করতে ফের আসতে চলেছে হাউসফুলের সিক্যুয়েল। আর হাউসফুলের এই সিক্যুয়েলে এক সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন তিন বলি-সুন্দরী। নার্গিস ফকরি, জ্যাকলিন ফার্নান্ডেজ ও লিজা হেডেন। আর তিন নায়িকার সঙ্গে রোম্যান্স করতে থাকছেন তিন নায়কও। অক্ষয় কুমার তো থাকছেনই। সঙ্গে অভিষেক বচ্চন এবং রীতেশ দেশমুখ।

২০১০-এ সাজিদ খানের প্রথম ‘হাউসফুল’ ছিল সুপারহিট। এর ঠিক দু’বছর পর আসে ‘হাউসফুল ২’। হাউসফুলের দু’টি ছবিতেই বিপুল সাফল্যের পর এ বার ফের সাজিদ নাদিয়াওলার চিত্রনাট্যে আসতে চলেছে ‘হাউসফুল ৩’। ছবিটি মুক্তি পাবে ৩ জুন।

Jacqueline Fernandez Nargis Fakhri Lisa Haydo entertainment bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy