How Tollywood celebrities dressed up in this Lakshmi Puja dgtl
URL Copied
বিনোদন
লক্ষ্মী পুজোয় কেমন সাজলেন টলি নায়িকারা
নিজস্ব প্রতিবেদন
২৪ অক্টোবর ২০১৮ ১৮:৩৭
Advertisement
১ / ৭
দুর্গা পুজোই হোক আর হোক সে লক্ষ্মী পুজো, টলিপাড়ার অভিনেত্রীদের পোশাক-আশাক নিয়ে সর্বদাই ভক্তদের উন্মাদনা থাকে চোখে পড়ার মতো। আজ লক্ষ্মী পুজোর দিনে কেমন সাজলেন অভিনেত্রীরা দেখে নেওয়া যাক একনজরে।
২ / ৭
লক্ষ্মী পুজোর দিন তাঁর ভক্তদের শুভেচ্ছা জানাতে ভোলেননি কোয়েল মল্লিকও। ইনস্টাগ্রামে নায়িকা লিখেছেন বিখ্যাত সেই গান ‘এসো মা লক্ষ্মী বসো ঘরে।’ আর কোয়েলের পরনে ছিল এ দিন হলদে শাড়ি। হাতে তাঁর শঙ্খ। পুজোর জোগাড় করতেই ব্যস্ত কোয়েল।
Advertisement
Advertisement
৩ / ৭
সেজে গুজে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন রাইমা সেনও। রাইমার পরনে লাল শাড়ি আর সবুজ ব্লাউজ। আর নায়িকা যে কোনও এক ঠাকুরবাড়ির দালানে বসে আছেন তাও এক্কেবারেই পরিষ্কার।
৪ / ৭
ঋতুপর্ণা সেনগুপ্তও ইনস্টাগ্রামে তাঁর ফ্যান পেজ থেকে ভক্তদের লক্ষ্মী পুজোর শুভেচ্ছা জানিয়েছেন। তবে আগে শুভ বিজয়ার শুভেচ্ছা বার্তার কথাই লিখেছেন নায়িকা। এক্কেবারে ভারী গয়না আর লাল পাড় শাড়ি পরেই ছবি শেয়ার করেছেন ঋতু।
Advertisement
৫ / ৭
লক্ষ্মী পুজোর জন্য সেজেগুজে তৈরি শ্রীলেখা মিত্রও।নিজস্বী তুলে ফেসবুকে ভক্তদের শুভেচ্ছা বার্তাও জানিয়েছেন অভিনেত্রী।
৬ / ৭
লক্ষ্মী পুজো হচ্ছে অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায়ের বাড়িতেও। আর সেখানে হাজির হয়ে গিয়েছেন আবির চট্টোপাধ্যায়ও।
৭ / ৭
প্রতি বার বেশ ধুমধাম করে লক্ষ্মী পুজোর আয়োজন করে থাকেন অভিনেত্রী অপরাজিতা আঢ্যও। এ বারও তার অন্যথা হয়নি। লাল শাড়িতে নায়িকাকে দেখে এ দিন মা লক্ষ্মীর মতোই দেখাচ্ছিল।