Hrithik Roshan attends Sussanne Khan's birthday party dgtl
বিনোদন
সুজানের জন্মদিনের পার্টিতে ঝলমলে হৃতিক-সোনালি
নিজস্ব প্রতিবেদন
২৬ অক্টোবর ২০১৭ ১৭:০১
Advertisement
১ / ৭
সুজানের জন্মদিনের পার্টিতে সবচেয়ে বেশি নজর কেড়েছেন হৃতিক। ২০১৪-এ বিবাহ বিচ্ছেদ হয়েছে হৃতিক ও সুজানের। কিন্তু তাতে তাঁদের বন্ধুত্বে কোনও প্রভাব পড়েনি। কখনও দুই সন্তানকে নিয়ে এক সঙ্গে ডিনার করতে গিয়েছেন, কখনও বা বিদেশে ছুটি কাটিয়েছেন এই প্রাক্তন দম্পতি।
২ / ৭
সুজানের সঙ্গে এক সঙ্গে সময় কাটিয়ে উচ্ছ্বসিত হৃতিক কী বললেন জানেন? ‘‘আমার জীবনের সবচেয়ে ভাল জন্মদিন পার্টি কাটালাম। আমাকে এত স্পেশাল মনে করার জন্য ধন্যবাদ সুজান!’’
Advertisement
Advertisement
৩ / ৭
সুজানকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ভাই জায়েদ খান। কালো শার্ট আর ডেনিম জিনসে সুন্দরী দিদির পাশে ভালই লাগছিল জায়েদকে।
৪ / ৭
জমকালো পার্টিকে গ্ল্যামারাস করে তুললেন দুই নায়িকা। অক্ষয় ঘরণী টুইঙ্কল খন্না এবং অভিনেত্রী গায়ত্রী জোশী ওবেরয়।
Advertisement
৫ / ৭
দীর্ঘ দিনের বন্ধু। সুজানের জন্মদিনে কর্ণ জোহর আসবেন না? তাই কখনও হয়।
৬ / ৭
গাড়ি থেকে নেমেই মুক্তোর মতো হাসি ছড়িয়ে দিলেন এই ‘স্পেশাল গেস্ট’। ঠিক চিনেছেন। গোটা নব্বইয়ের দশকে বলিউড কাঁপানো অভিনেত্রী সোনালি বেন্দ্রে।
৭ / ৭
স্ত্রী নয়না বচ্চনের হাত ধরে পার্টিতে দেখা গেল অভিনেতা কুণাল কপূরকে।