২০০৪ সালে এক ধরনের বিরল ব্লাড ক্যানসারে (প্রোমাইলোসেটিক লিউকিমিয়া) আক্রান্ত হয়েছিলেন ‘বরফি’র পরিচালক অনুরাগ বসু। ডাক্তারেরা তাঁকে দু’মাসের সময় পর্যন্ত দিয়ে ফেলেছিলেন। কিন্তু সে সবের কিছুই দমাতে পারেনি পরিচালককে। তিন বছরেরও বেশি সময় ধরে ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছিলেন অনুরাগ।