Advertisement
১১ মে ২০২৪
Sujoy Prasad Chatterjee

ঠিক করেছি ছেলেদের আমার তৈরি গয়না পরাবোই: সুজয়প্রসাদ

তিনি মনে করেন গয়না শুধু মহিলাদের সাজবার জিনিস নয়। ঠিক করেছেন দায়িত্ব নিয়ে পুরুষদেরও গয়নার প্রতি আসক্ত করে তুলবেন।

সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়।

সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়।

বিহঙ্গী বিশ্বাস
কলকাতা শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৩৩
Share: Save:

বাচিক শিল্পের সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিনের। থিয়েটার,সিরিয়ালেও চেনা মুখ তিনি। শুধু তাই নয়, বড় পর্দাতেও দেখা গিয়েছে তাঁকে। শিবপ্রসাদ-নন্দিতা জুটির ‘বেলাশেষে’ কিংবা সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘শাহজাহান রিজেন্সি’-তেও অভিনয় করেছেন তিনি। ছোটবেলায় গান শিখেছেন প্রমিত সেনের কাছে। সঙ্গীত জগতেও তাঁর অনায়াস যাতায়াত। কথা হচ্ছিল বাংলা নাট্য জগতের পরিচিত মুখ সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়ের সঙ্গে। সাজতে ভালবাসেন, সাজাতেও ভালবাসেন। গয়নার প্রতি ভালবাসা অনেকদিনের। মনে করেন গয়না শুধু মহিলাদের সাজবার জিনিস নয়। ঠিক করেছেন দায়িত্ব নিয়ে পুরুষদেরও গয়নার প্রতি আসক্ত করে তুলবেন। সেই ভাবনাকে পাথেয় করেই কেয়াতলার ঘোষ বাড়িতে আয়োজন করেছিলেন তাঁর ব্র্যান্ড ‘সুজয়প্রসাদ ফ্যাশন অ্যাকসেসরিজ’-এর দু’দিনব্যাপী প্রদর্শনী।

জানালেন, তাঁর তৈরি গয়নাগুলো পরিবেশবান্ধব এবং ‘ইউনি-সেক্সুয়াল’, অর্থাৎ পরতে পারবেন যে কোনও লিঙ্গের মানুষই। সুজয়ের বক্তব্য, ব্যবসা করার উদ্দেশ্য কোনও দিনই ছিল না তাঁর। কাজটা মূলত নিজের শিল্পীসত্ত্বার বহিঃপ্রকাশ। সুজয়ের এই কর্মকাণ্ডে সঙ্গী হলেন তাঁর প্রধান দুই ডিজাইনার ইরা সেনগুপ্ত এবং স্বস্তিকা ভৌমিক।

কিন্তু এই যে ‘ইউনি-সেক্সুয়াল’ গয়না তা নিয়ে কতটা আশাবাদী আপনি? সুজয়ের কথায়:‘‘খুবই আশাবাদী আমি। ঠিক করেছি ছেলেদের গয়না পরাবোই। যাঁরা পুরুষবিক্রম দেখান তাঁরাও আমার গয়না পরবেন বলে আমার ধারণা। সুজয়প্রসাদ আসলে কী? তাঁর মন্তব্য:‘‘আন্তঃসাংস্কৃতিক শিল্পী’।

সুজয়প্রসাদ ফ্যাশন অ্যাকসেসরিজ’-এর কালেকশন

কিন্তু সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে আপনাকে সব থেকে বেশি কী আকৃষ্ট করে? সুজয়প্রসাদের সোজাসাপ্টা উত্তর, ‘‘থিয়েটার।’’জানালেন, সোহাগ সেনের পরিচালনায় ‘ছোট ছবি’ নাটকে ধারাবাহিক ভাবে অভিনয় করছেন তিনি। কিন্তু ‘ত্রিনয়নী’ ধারাবাহিক অথবা বিভিন্ন ওয়েব সিরিজেও তো অভিনয় করতে দেখা যাচ্ছে আপনাকে? তাঁর অকপট উত্তর, ‘‘সিরিয়াল করি উপার্জন করার জন্য।’’ বললেন, ‘‘স্টার হতে আসিনি আমি, শিল্পী হতে এসেছি। আমার জন্য চরিত্র ভাবতে হবে পরিচালকের। কিন্তু সে রকম চরিত্র কেউ ভাবে কোথায়!’’ অবশ্য তা নিয়ে তাঁর আক্ষেপ নেই একেবারেই।

অর্থনীতির ছাত্র, অথচ শিল্পের বিভিন্ন শাখায় অবাধ বিচরণ কী ভাবে? হেসে বললেন সুজয়প্রসাদ, ‘‘ভাগ্যিস এমবিএ করেছিলাম। তা না হলে ব্যবসাটা এত ভাল বুঝতাম কী করে?’’ জীবনের কোনও না হওয়া ইচ্ছে? বললেন, ‘‘অনেক দিনের ইচ্ছে একটা সিনেমা পরিচালনা করব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE