Advertisement
E-Paper

‘রামধনু’-কে টুকে তৈরি হয়েছে ইরফানের ‘হিন্দি মিডিয়াম’?

অনুকরণ, নাকি অনুসরণ! আপাতত এই অমোঘ প্রশ্নের মুখে দাঁড়িয়ে টলিউড ও বলিউড। সৌজন্যে সাকেত চৌধুরি পরিচালিত ‘হিন্দি মিডিয়াম’। সব কিছু ঠিক থাকলে ছবিটি মুক্তি পাবে আগামী ১২ মে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এ ছবির ট্রেলার ও পোস্টার। আর তারপরই শুরু হয়েছে বিতর্ক।

স্বরলিপি ভট্টাচার্য

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৭ ১৪:৩৯
‘হিন্দি মিডিয়াম’ ছবির একটি দৃশ্য।

‘হিন্দি মিডিয়াম’ ছবির একটি দৃশ্য।

অনুকরণ, নাকি অনুসরণ!

আপাতত এই অমোঘ প্রশ্নের মুখে দাঁড়িয়ে টলিউড ও বলিউড। সৌজন্যে সাকেত চৌধুরি পরিচালিত ‘হিন্দি মিডিয়াম’। সব কিছু ঠিক থাকলে ছবিটি মুক্তি পাবে আগামী ১২ মে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এ ছবির ট্রেলার ও পোস্টার। আর তারপরই শুরু হয়েছে বিতর্ক। কারণ ২০১৪-এর ৬ জুন মুক্তিপ্রাপ্ত শিবপ্রসাদ মুখোপাধ্যায়নন্দিতা রায় পরিচালিত ‘রামধনু’ ছবিটির সঙ্গে এর হুবহু মিল খুঁজে পাচ্ছেন টলি ইন্ডাস্ট্রির একটা বড় অংশ।

আরও পড়ুন, মুক্তি পেল ‘পোস্ত’র গান

গত ৭ এপ্রিল এক অনুরাগী ‘হিন্দি মিডিয়াম’-এর ট্রেলার দেখার পর টুইটারে শিবপ্রসাদের কাছে জানতে চান, ‘রামধনু’ হিন্দিতে হচ্ছে কিনা? উত্তরে তিনি জানান, হিন্দিতে ‘রামধনু’ হচ্ছে না। বরং বিষয়টি নিয়ে তিনি সকলকে সোচ্চার হতে বলেন। পরে ফের একটি টুইটে ‘হিন্দি মিডিয়াম’-এর ছবি দিয়ে তাঁর কাছে জানতে চাওয়া হয়, ‘এটাও কি ইন্সপায়ার্ডই বলা হবে? নাকি স্ট্রেট ঝাড়া?’ এর উত্তর দিতে গিয়ে পরিচালক বলেন, ‘তোমরা বলবে… বন্ধুরা বলবে… বাংলার দর্শক বলবে..।’

এ প্রসঙ্গে ‘রামধনু’র মুখ্য অভিনেত্রী গার্গী রায়চৌধুরি বললেন, ‘‘শিবপ্রসাদ আমাকে প্রথমে ছবিটা পাঠায়। দেখলাম যেভাবে আমাদের পোস্টার ডিজাইন করা হয়েছিল, একেবারে একই ভাবে ডিজাইন করা হয়েছে এটাও। ট্রেলার দেখেও মনে হচ্ছে হুবহু টুকে দেওয়া। শুধু আমাদের পুত্রসন্তান ছিল। এখানে কন্যাসন্তান দেখানো হয়েছে। খুব অবাক হয়েছি, বিরক্তও লাগছে। শিবপ্রসাদ, নন্দিতাদি এত পরিশ্রম করে, এত হোমওয়ার্ক করে ছবি তৈরি করার পর যদি টুকে দেওয়া হয় তা হলে বলব, এতদিন শুনেছিলাম পরিশ্রমের কোনও বিকল্প নেই। এখন দেখছি বিকল্পের কোনও পরিশ্রম নেই।’’

যদিও ‘হিন্দি মিডিয়াম’ ছবির পরিচালক সাকেত চৌধুরি সব বিতর্ক উড়িয়ে দিচ্ছেন। মুম্বই থেকে তিনি বললেন, ‘‘ইংলিশ মিডিয়াম স্কুলের সঙ্গে স্থানীয় ভাষার স্কুলের সবসময় যে পার্থক্য করা হয়, সেই বিষয়টাই দেখানো হয়েছে ছবিতে। সরকারি স্কুল আর বেসরকারি স্কুলের তুলনার বিষয়টাও এসেছে। এক বছর ধরে আমরা চিত্রনাট্য নিয়ে রিসার্চ করেছি। এটা সম্পূর্ণ অরিজিনাল গল্প। আমি সকলকে অনুরোধ করব, আসল ফ্যাক্ট না জেনে জাজমেন্টাল হবেন না। আর ফ্যাক্ট জানতে গেলে আগামী ১২ মে হলে বসে ছবিটা দেখুন।’’ এই ছবির ট্রেলারের শুরুতেও লেখা রয়েছে, সত্যি ঘটনা অবলম্বনে…।

কিন্তু টলিউডে ‘অনুকরণ’ নিয়েই আলোচনা হচ্ছেই। প্রসেনজিত্ চটোপাধ্যায় টুইট করেছেন, ‘আমি শুনেছি, জানি।…এটা দেখে শকড। ইন্ডাস্ট্রি হিসেবে আমাদের এক সঙ্গে দাঁড়ানো উচিত…।’ কোনও ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে কি টিম ‘রামধনু’? উত্তরে গার্গী বললেন, ‘‘গোটা বিষয়টা আমাদের প্রযোজক অতনু রায়চৌধুরীকে জানানো হয়েছে। প্রযোজক সংস্থা নিশ্চয়ই কিছু ভাবছেন।’’

Hindi Medium Ramdhanu Shiboprosad Mukherjee Nandita Roy Gargi Roy Chowdhury নন্দিতা রায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় গার্গী রায়চৌধুরি
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy