‘গুরুতর অসুস্থ মহেশ ভট্ট। বুকে ব্যথা নিয়ে ভর্তি রয়েছেন মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে’, এই ধরনের বেশ কয়েকটি পোস্ট গত দু’দিন ধরেই ঘুরছিল সোশ্যাল মিডিয়ায়। নেটাগরিকদের একাংশ প্রবীণ ওই পরিচালকের খবর নিয়ে করছিলেন ব্যঙ্গ বিদ্রুপও। সত্যিই কী অসুস্থ তিনি?
তাঁর পরিবারের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে জানান হয় খবরটি একেবারেই সত্যি নয়। তিনি ভাল আছেন। সুস্থ আছেন। পাশাপাশি কেন সত্যতা যাচাই না করেই সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়িয়ে দেওয়া হয় তা নিয়েও বেশ অসন্তুষ্ট ভট্ট পরিবারের সদস্যরা।