Advertisement
১৭ জুন ২০২৪

অ্যাওয়ার্ড না পেয়ে ক্ষুব্ধ শাহিদ কপূর?

মুম্বইয়ে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজক সংস্থার সঙ্গে ‘কবীর সিং’-এর জন্য অ্যাওয়ার্ড পাওয়ার কথা হয়েছিল শাহিদের।

শাহিদ কপূর।

শাহিদ কপূর।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০১৯ ০২:১৫
Share: Save:

বছরের সবচেয়ে বড় হিট তাঁর পকেটে। তাই পুরস্কার প্রত্যাশা করা অমূলক নয়। কিন্তু তা না পেলে কি অনুষ্ঠান ছেড়ে চলে যাবেন? সম্প্রতি এমনই একটি কাণ্ড ঘটিয়েছেন শাহিদ কপূর।

মুম্বইয়ে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজক সংস্থার সঙ্গে ‘কবীর সিং’-এর জন্য অ্যাওয়ার্ড পাওয়ার কথা হয়েছিল শাহিদের। কিন্তু বাস্তবে সেই পুরস্কার হস্তগত হয় রণবীর সিংহের। সেই ঘটনায় নাকি বেজায় চটেছেন অভিনেতা। এতটাই যে, তিনি মাঝপথে অনুষ্ঠান ছেড়ে চলে যান।

শুধু তা-ই নয়, ওই অনুষ্ঠানে শাহিদের পারফর্ম করার কথা ছিল। কিন্তু তিনি তা করতেও আপত্তি জানান। মুখ বাঁচাতে শেষমেশ আয়োজক সংস্থা বরুণ ধওয়নকে স্টেজে তোলে। এই অনুষ্ঠানের রেড কার্পেটেই শাহিদের গালে চুম্বন করেছিলেন রণবীর। জল পড়েছিল তাঁদের ঠান্ডা যুদ্ধের জল্পনায়। এটাও বলা হচ্ছে, শরীর ভাল ছিল না বলে নাকি শাহিদ ওখান থেকে চলে যান। অবশ্য ঘটনা পরম্পরা অন্য সম্ভাবনাই জোরালো করে তুলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Shahid Kapoor Kabir Singh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE