কর্নাটকের হুবলীতে ছেলে ও মা’কে নিয়ে মন্দিরে গিয়েছিলেন কাজল। সিদ্ধারুধা মঠে পুজো দিলেন অভিনেত্রী। কাজল নিজে মন্দির যাওয়া নিয়ে কোনও আপডেট না দিলেও, পাপারাত্জিরা সে খবর পেয়েছেন ঠিকই। ইনস্টাগ্রামে কাজলের ফ্যানক্লাব শেয়ার করেছে তাঁর পুজো দেওয়ার ছবি ও ভিডিও।
কাজল অবশ্য নিজে ইনস্টাগ্রাম পেজে ছেলে যুগের সঙ্গে তাঁর একটি ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘এক্সপ্লেনিং গড’। অর্থাত্ ছেলেকে ঈশ্বরের ব্যাখ্যাদিয়েছেন কাজল। সবুজ পাঞ্জাবি-পাজামা পরে ছোট্ট যুগ মায়ের মুখ থেকে মন দিয়ে সেই ব্যাখ্যা শুনেওছে।
তবে সবচেয়ে মজার হল, কাজলের এক্সপ্রেশন। সাত বছরের ছেলেকে ঈশ্বরের ব্যাখ্যা দিতে গিয়ে তাঁকে যে ভালই বেগ পেতে হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।