Advertisement
E-Paper

আশি বছরের কঙ্গনা! তাও কী সম্ভব?

না। ‘আশিতে আসিও না’র রিমেক হচ্ছে না। তবে যা হচ্ছে সেটাকে আশিতে কঙ্গনা বললে ভুল হবে না। হ্যাঁ, নতুন ছবিতে এক আশি বছরের মহিলার ভূমিকায় ধরা দেবেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। ছবির নাম ‘তেজু’। আর এই ছবিতে কঙ্গনা নিজেকেই নিজে ‘অ্যাকশন’ বলবেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ মে ২০১৭ ১২:৩৬
সিমরনের একটি লুকে কঙ্গনা রানাউত। ছবি: সংগৃহীত।

সিমরনের একটি লুকে কঙ্গনা রানাউত। ছবি: সংগৃহীত।

না। ‘আশিতে আসিও না’র রিমেক হচ্ছে না। তবে যা হচ্ছে সেটাকে আশিতে কঙ্গনা বললে ভুল হবে না। হ্যাঁ, নতুন ছবিতে এক আশি বছরের মহিলার ভূমিকায় ধরা দেবেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। ছবির নাম ‘তেজু’। আর এই ছবিতে কঙ্গনা নিজেকেই নিজে ‘অ্যাকশন’ বলবেন।

অর্থাৎ এ বার পরিচালকের টুপিটাও পড়তে চলেছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। একের পর এক অন্য ধারার চরিত্রে আমরা তাঁকে দেখে অভ্যস্ত। কিন্তু পরিচালক হিসাবে এই প্রথম বার ময়দানে নামছেন বলিউডের ‘কুইন’।

‘তেজু’র চিত্রনাট্যও তিনিই লিখছেন। প্রযোজনাও তিনিই করবেন। মুকুটে নতুন পালক যোগে উচ্ছ্বসিত কঙ্গনা বললেন, “যেসব বৃদ্ধ-বৃদ্ধাদের আমি চিনি, ভালবাসি, তাঁদের সকলের জন্য তেজু। তাঁদের সকলের গল্প থাকবে ছবিতে। ছবির অনেকটা অংশে আমিও থাকব। সেই আমি! বয়সের সঙ্গে সঙ্গে বেড়ে ওঠা আমি।” তবে ছবিতে নিজের এই বৃদ্ধ অবতারটির গল্প বেশি খোলসা করলেন না কঙ্গনা। বললেন, “খাতায় কলমে তাঁর বয়স আশি হলেও, তিনি সবসময়ই সুইট সিক্সটিন।”

কঙ্গনা রানাউত ও সিমরনের পরিচালক হনশল মেহতা।

পরিচালনা তো না হয় করবেন। কিন্তু হঠাৎ আশি বছরের বৃদ্ধার গল্প নিয়ে পরিচালনা কেন? তাতে কঙ্গনার বক্তব্য, “বৃদ্ধ মানুষদের সংস্পর্শেই আমার বড় হওয়া। ছোটবেলায় ঠাকুমাকে যতটা মনে পড়ে, তখন তাঁর বয়স ছিল আশি। আমি দেখেছি সিনিয়র সিটিজেনরা এ দেশে সেরকম কদর পান না। যে বিষয়টা আমাকে খুবই ভাবায়। মৃত্যু তেজুর দোরগোঁড়ায় অপেক্ষা করছে। কিন্তু কোনও মতেই সে জীবনকে বিদায় জানাতে চায় না।”

সম্প্রতি ‘তনু ওয়ে়ডস মনু’ ও ‘সিমরন’ এই দুই ছবির প্রযোজক শৈলেশ সিংহের সঙ্গে প্রযোজনা সংস্থা খুলেছেন কঙ্গনা। কঙ্গনার ‘মনিকর্নিকা ফিল্মস’ই এই ছবির প্রযোজনা করবে। মূলত হিমাচল প্রদেশেই হবে এই ছবির শ্যুটিং। হিমাচলের মানুষদের জীবনধারাও এই ছবির এক চরিত্র। চলতি বছরের ডিসেম্বর থেকে ‘তেজু’ র শ্যুটিং শুরু হবে। ২০১৮ তেই মুক্তি পাবে এই ছবি।

আরও পড়ুন: ছবির গল্প চুরি, আইনি নোটিস পেলেন কঙ্গনা!

ছবি:সংগৃহীত।

Kangana Ranaut Teju Bollywood Actress Bollywood Movie Hindi Movie
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy