Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Entertainment News

সোমবার ফেস্টিভ্যালে কোন কোন ছবি মিস করবেন না

প্রথম দিন থেকেই জমজমাট এ বারের ফিল্ম ফেস্টিভ্যাল। উত্সবের তৃতীয় দিন অর্থাত্ সোমবারও রয়েছে দেশ-বিদেশের বিভিন্ন ছবি। এক ঝলকে দেখে নিন, কোনগুলি আপনার মিস করা উচিত নয়।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৭ ১৭:২২
Share: Save:
০১ ০৫
প্রথম দিন থেকেই জমজমাট এ বারের ফিল্ম ফেস্টিভ্যাল। উত্সবের তৃতীয় দিন অর্থাত্ সোমবারও রয়েছে দেশ-বিদেশের বিভিন্ন ছবি। এক ঝলকে দেখে নিন, কোনগুলি আপনার মিস করা উচিত নয়। প্রথমেই রয়েছে ফ্রান্স-গ্রিস-বুলগেরিয়ার যৌথ উদ্যোগে তৈরি ছবি ‘সন অব সোফিয়া’। পরিচালক এলিনা সাইকু। এটি একটি পিরিয়ড ছবি। ইনোভেশন অব মুভিং ইমেজের বিভাগে পুরস্কারের দৌড়েও রয়েছে এই ছবি। সোমবার স্টার থিয়েটারে সকাল সাড়ে ৯টায় দেখা যাবে এই ছবি।

প্রথম দিন থেকেই জমজমাট এ বারের ফিল্ম ফেস্টিভ্যাল। উত্সবের তৃতীয় দিন অর্থাত্ সোমবারও রয়েছে দেশ-বিদেশের বিভিন্ন ছবি। এক ঝলকে দেখে নিন, কোনগুলি আপনার মিস করা উচিত নয়। প্রথমেই রয়েছে ফ্রান্স-গ্রিস-বুলগেরিয়ার যৌথ উদ্যোগে তৈরি ছবি ‘সন অব সোফিয়া’। পরিচালক এলিনা সাইকু। এটি একটি পিরিয়ড ছবি। ইনোভেশন অব মুভিং ইমেজের বিভাগে পুরস্কারের দৌড়েও রয়েছে এই ছবি। সোমবার স্টার থিয়েটারে সকাল সাড়ে ৯টায় দেখা যাবে এই ছবি।

০২ ০৫
ছবির নাম ‘দ্য ইয়ং কার্ল মার্ক্স’। নাম শুনে বাঙালি উত্সাহিত হবে, এটাই স্বাভাবিক। ২৬ বছর বয়সী মার্ক্সের জীবনের কিছু ঘটনা নিয়ে ছবিটি তৈরি করেছেন পরিচালক রাউল পেক। এটিও ফ্রান্স-জার্মানি-বেলজিয়ামের যৌথ উদ্যোগে তৈরি ছবি। রবীন্দ্র সদনে সোমবার সকাল ১১-১৫-তে দেখা যাবে এই ছবি।

ছবির নাম ‘দ্য ইয়ং কার্ল মার্ক্স’। নাম শুনে বাঙালি উত্সাহিত হবে, এটাই স্বাভাবিক। ২৬ বছর বয়সী মার্ক্সের জীবনের কিছু ঘটনা নিয়ে ছবিটি তৈরি করেছেন পরিচালক রাউল পেক। এটিও ফ্রান্স-জার্মানি-বেলজিয়ামের যৌথ উদ্যোগে তৈরি ছবি। রবীন্দ্র সদনে সোমবার সকাল ১১-১৫-তে দেখা যাবে এই ছবি।

০৩ ০৫
‘আন্দ্রোমা... ব্লাড অ্যান্ড কোল’ মরোক্কোর ছবি। পরিচালক আজ লারাব আলাউই লামহাজরি। এই দেশের ছবি দেখার খুব একটা সুযোগ পাওয়া যায় না। ছবিটি এ বারের ফিল্ম ফেস্টিভ্যালে বাড়তি পাওনা। সোমবার ছবিটি দেখা যাবে নন্দন টু-তে দুপুর ৩-১৫ মিনিটে।

‘আন্দ্রোমা... ব্লাড অ্যান্ড কোল’ মরোক্কোর ছবি। পরিচালক আজ লারাব আলাউই লামহাজরি। এই দেশের ছবি দেখার খুব একটা সুযোগ পাওয়া যায় না। ছবিটি এ বারের ফিল্ম ফেস্টিভ্যালে বাড়তি পাওনা। সোমবার ছবিটি দেখা যাবে নন্দন টু-তে দুপুর ৩-১৫ মিনিটে।

০৪ ০৫
ছবির নাম ‘রং সাইড রাজু’। সেরা গুজরাতি ভাষার ছবি হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছে পরিচালক মিখিল মুসালের এই ছবি। বিক্রমাদিত্য মোতওয়ানি ও অনুরাগ কাশ্যপ ছবিটির প্রযোজক। এ বারের মাস্টওয়াচ ফিল্মটি দেখা যাবে ইজেডসিসি-তে সোমবার বিকেল সাড়ে ৪টেয়।

ছবির নাম ‘রং সাইড রাজু’। সেরা গুজরাতি ভাষার ছবি হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছে পরিচালক মিখিল মুসালের এই ছবি। বিক্রমাদিত্য মোতওয়ানি ও অনুরাগ কাশ্যপ ছবিটির প্রযোজক। এ বারের মাস্টওয়াচ ফিল্মটি দেখা যাবে ইজেডসিসি-তে সোমবার বিকেল সাড়ে ৪টেয়।

০৫ ০৫
‘ট্রানজিস্টর’ পরিচালক পেন একের ছবি। এ বারের ফিল্ম ফেস্টিভ্যালে এটিও বাড়তি পাওনা। তাইল্যান্ডের এই ছবিটি সোমবার শেষ বেলায় অবশ্যই দেখে নিন শিশির মঞ্চ, সন্ধে ৬টা ৪৫ মিনিটে।

‘ট্রানজিস্টর’ পরিচালক পেন একের ছবি। এ বারের ফিল্ম ফেস্টিভ্যালে এটিও বাড়তি পাওনা। তাইল্যান্ডের এই ছবিটি সোমবার শেষ বেলায় অবশ্যই দেখে নিন শিশির মঞ্চ, সন্ধে ৬টা ৪৫ মিনিটে।

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE