
প্রথম দিন থেকেই জমজমাট এ বারের ফিল্ম ফেস্টিভ্যাল। উত্সবের তৃতীয় দিন অর্থাত্ সোমবারও রয়েছে দেশ-বিদেশের বিভিন্ন ছবি। এক ঝলকে দেখে নিন, কোনগুলি আপনার মিস করা উচিত নয়। প্রথমেই রয়েছে ফ্রান্স-গ্রিস-বুলগেরিয়ার যৌথ উদ্যোগে তৈরি ছবি ‘সন অব সোফিয়া’। পরিচালক এলিনা সাইকু। এটি একটি পিরিয়ড ছবি। ইনোভেশন অব মুভিং ইমেজের বিভাগে পুরস্কারের দৌড়েও রয়েছে এই ছবি। সোমবার স্টার থিয়েটারে সকাল সাড়ে ৯টায় দেখা যাবে এই ছবি।